Created by Admin Blog
পড়া শুনা
আজকের শিশুদের সময় কেড়ে নিচ্ছে স্ক্রীন। সময় পেলেই ছোটরা ছুটে যাচ্ছে মোবাইলের কাছে। মোবাইল একইসাথে হয়ে উঠেছে তার কাছে খেলার মাঠ এবং টিভি। বিজ্ঞানীরা বলছেন, সোশ্যাল মিডিয়া বা গেমস-এ আসক্তি ড্রাগসে আসক্তির তুলনায় কোন অংশে কম নয়। দোষটা কি শুধু শিশুদের? একটু চিন্তা করলেই দেখা যায়, আমরা বড়রাই কিন্তু শিশুদের হাতে এই ড্রাগ তুলে দিচ্ছি, হয়ত নিজের সময়টা নিজেরদের মত কাটাতে। আমাদের সময়টা আমরা আমাদের বাচ্চাদের আর দিচ্ছি না। আসলে শিশুদের মনের বিকাশে বইয়ের বিকল্প নেই।
শিশুদের কল্পনাশক্তি বাড়াতে এবং মনের বিকাশ ঘটাতে বইয়ের বিকল্প নেই। অবসরযাপনের জন্য এর চেয়ে ভালো সঙ্গী আর হয় না। সন্তানের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা অনেকটাই। অক্সফোর্ড লারনিং-এর সৌজন্যে চলুন দেখে নেওয়া যাক শিশুর মধ্যে কীভাবে এই অভ্যাস গড়ে তোলা যায়। সিসিমপুরের বইগুলো ভাল হেল্প হতে পারে। বইগুলো পেতে ক্লিক করুন এখানে।
১. সন্তান ছোট থাকতেই নানা ধরনের বইয়ের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিন। আজকাল ছোটদের উপযোগী রঙিন বই পাওয়া যায়। সন্তান যখন একটু আধটু কথা বলা শিখবে বা নতুন জিনিস চিনতে শুরু করবে তখন ওর জন্য ফুল, ফল বা জীবজন্তুর ছবি দেওয়া বই কিনে দিন। শিশু যাতে বইয়ের ছবির সঙ্গে বাস্তবের মিল খুঁজে পায় সেদিকে খেয়াল রাখুন। যেমন শিশুকে যখন কমলার ছবি দেখাবেন, তখন সম্ভব হলে ওর হাতে একটি কমলা দিন। শিশুকে যখন ঘুরতে নিয়ে বের হবেন তখন পাখি, ফুল ইত্যাদি চিনিয়ে দিন। বাসায় এসে সেগুলোর ছবি দেখান। এতে ছোটরা অনেক তাড়াতাড়ি শিখতে পারবে।
২. শিশুর মধ্যে ঠিক-ভুল বিচার করার ক্ষমতা কিংবা দায়িত্ববোধ গড়ে তুলতে গল্পের উদাহরণ টেনে আনুন। সন্তানকে নীতিকথা বা ঈশপের গল্প শোনান। এগুলো শিশুর সুঅভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
৩. শিশু যে কার্টুন দেখতে পছন্দ করে সেই কার্টুন চরিত্রের বই তাকে কিনে দিন। শিশু এমন বই পড়তে উৎসাহ পাবে।
৪. শিশু একটু বড় হলে নানা রকম প্রশ্ন করে। ওর প্রশ্ন শুনে বোঝার চেষ্টা করুন কোন বিষয়ে সন্তানের আগ্রহ বেশি। সেই অনুযায়ী ওকে নানা ধরনের বই কিনে দিন। দেখুন এই লিঙ্কে
৫. রোজ রাতে ঘুমানোর আগে গল্পের বই বা ছড়ার বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। সন্তান ছোট হলে আপনি পড়ে শোনান। সন্তানকে পুরো গল্পটা না শুনিয়ে ছবি দেখিয়ে পরের অংশটা ওর কাছে শুনতে চান। ওকে নিজের মতো করে বানিয়ে বলতে দিন। এতে ওর কল্পনাশক্তির বিকাশ হবে।
৬. শিশুকে উপহার কিনে দেওয়ার তালিকায় বই অবশ্যই রাখুন। মাঝে মাঝে সন্তানকে নিয়ে বিভিন্ন বইয়ের দোকানে যান। ওকে নিজের ইচ্ছেমতো বই বেছে নিতে সুযোগ দিন। নিজে স্বাধীনভাবে বই বেছে বেছে কিনলে ওর বই পড়ার আগ্রহটাও বেড়ে যাবে।
শিশু-কিশোরদের সকল বই দেখুন এখানে
© 2019 BoiBazar.com All Rights Reserved | Design by BoiBazar.com