Created by BoiBazar 2019-01-07
বিবাহিতদের বইবিয়েতে নববিবাহিত দম্পতিকে কিছু না কিছুতো উপহার দিতেই হবে। তবে নতুন দম্পতিকে এমন কিছু দেওয়া উচিত যেটা কিনা দুজনেরই কাজে লাগে। আবার দুজনে খুশিও হয় আর সেটা যদি বই হয় তাহলে অনেক বেশি কাজে আসবে সারা জীবন । সেই রকম কিছু বই নিয়ে আজকের আয়োজন।
– মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দি।
অনুবাদক – আবুজারীর আবদুল ওয়াদুদ।
আপনি নিজেই পারেন আপনার সংসারকে স্বপ্নের মতো করে গড়তে। কীরূপে? সে উত্তরই পাবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম,বুজুর্গ, ইসলাম প্রচারক, সুসাহিত্যিক,বাগ্মী মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দি’র পাঁচটি অনবদ্য বয়ানের সংকলন “স্বপ্নের সংসার”– এর প্রতিটি বর্ণের পরতে পরতে। আশা করি এটি হবে আপনার বহুপ্রত্যাশিত স্বপ্নময় এক প্রাপ্তি।
লিঙ্কঃ http://bit.ly/2Rz4joS
– শাইখ ড. আলী তানতাবী
যারা বিয়ে করেনিঃ যারা বিয়ে করবে বা করতে চায় কিংবা করেনি কিন্তু সাংসারিক জীবনে প্রবেশ করতে ভয় পায় তাদের সকল পেরেশানির চিকিৎসা।
যারা বিয়ে করেছেঃ যারা বিয়ে করেছে তাদের কথাও আছে। সংসারে অশান্তি লেগে আছে সমাধান কী? লেখকের অভিজ্ঞতার আলোকে বর্ণনা দিয়েছেন নিজ স্ত্রীর গুণাগুনের, আবার তিনি কীভাবে স্ত্রীর সাথে কাটান। তিনি কেমন স্ত্রী বেছে নিয়েছিলেন। তিনি নিজেও একাধিক কন্যার সফল পিতা, তাদের পাত্রস্থ করেছেন সুযোগ্য পাত্রের হাতে।
লিঙ্কঃ http://bit.ly/2Rc6pvv
– ডেল কার্নেগী
বিবাহিত জীবনে আধা-আধির কোনাে ব্যাপার থাকে না। প্রেমের মূলকথা হল নিজেকে স্বামীর কাছে নিঃস্বার্থভাবে উজাড় করে দেওয়া। যে সব স্ত্রী একান্ত বিশ্বস্তভাবে স্বামীর প্রতি অনুরক্ত এবং পার্থিব সুখের জন্য সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত, তারাও আবার সামান্য ব্যাপারে বিভ্রাট ঘটিয়ে থাকে, কিন্তু এটা করা কখনােই উচিত নয়। অনেক সময় স্ত্রীরা বিয়ের পর স্বামীর পুরনাে বন্ধুদের সহ্য করতে পারেন না, তাদের ঈর্ষা করেন। কিন্তু এই ব্যাপারগুলােকে যদি সহজভাবে মেনে নেওয়া যায়, তবে অশান্তি হওয়ার কোনাে ভয় থাকে না। ডেল কার্নেগী মূলত এইসব বিষয় তুলে ধরেছেন বইটিতে।
লিঙ্কঃ http://bit.ly/2ABJW0s
– শীর্ষেন্দু মুখোপাধ্যায়
দূরবীন মূলত তিন প্রজন্মের গল্প। প্রথম প্রজন্মের নায়ক জমিদার হেমকান্ত, দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত এবং তৃতীয় ও শেষ প্রজন্মের নায়ক ধ্রুব । উপন্যাসের প্রথম পর্যায়ে বিপত্নীক হেমকান্ত ও রঙ্গময়ী নামের প্রবল ব্যক্তিত্ব অধিকারী এক পুরোহিত কন্যার গোপন প্রণয় কাহিনী ও আনুষঙ্গিক অন্যান্য পারিবারিক কাহিনী নিয়ে গল্প এগিয়ে যায় । দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত । স্বদেশী আন্দোলনে উদ্ভুদ্ধ কৃষ্ণকান্তের দেশ ভাগের পর আমুল পরিবর্তন নিয়ে এই উপন্যাসের দ্বিতীয় পর্যায়ের কাহিনী। তৃতীয় ও শেষ প্রজন্মের নায়ক ধ্রুব । বিশ শতকের উপান্ত পর্বে এক দিক ভ্রষ্ট বিদ্রোহী যুবক ধ্রুব । ধ্রুবর স্ত্রী রেমি, যার সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তার। কখনো ভালবাসা, কখনো উপেক্ষা, কখনো বা প্রবল বিরাগ। অথচ রেমির ভালবাসা শত-আঘাতেও অবিচল। একদিকে রেমির সঙ্গে সম্পর্ক অন্যদিকে পিতা কৃষ্ণকান্তের মধ্যে সেই ব্রক্ষচারী ও স্বদেশের জন্য উৎসর্গকৃত প্রানসত্তা টিকে খুঁজে না-পাওয়ার ব্যর্থতায় ক্ষতবিক্ষত ধ্রুবর অদ্ভুত কাহিনী দিয়েই গল্পটি শেষ হয়।
লিঙ্কঃ http://bit.ly/2Ff3J9T
–হুমায়ূন আহমেদ
গ্রামের নাম বিরাটনগর। নামের মত এই গ্রামে ঘটে যাওয়া যে কোন ছোট ঘটনাও বেশ বড় আকারে রটায়। গল্পের মূল চরিত্র বলতে আছেন একজন ডাক্তার। নাম আনিস। গ্রামের যেকোন মানুষের রোগে শোকে সে এগিয়ে যায়। গ্রামের মানুষ তাই তাকে বিশ্বাসও করে খুব। অন্যদিকে এই ডাক্তারের কিছু একনিষ্ট ভক্তদের মধ্যে থাকে চোর মতি মিয়া। পেশায় চোর হলেও সে ডাক্তারকে খুব ভালোবাসে।
গল্পে আরও একজন চরিত্র আছে। তিনি পেশায় ইমাম। একদিন একটি অদ্ভুত কারণে ইমাম তার বাড়ির পাশের তেতুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তিতে এই আত্মহত্যাকে নিয়েই ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। গুজব রটে, ইমামের আত্মা নাকি রাতে রাস্তা ঘাটে বিচরণ করে আর মানুষদের ভয় দেখায়।
অন্যদিকে চেয়ারম্যান জহির খাঁ’র কাছে সুবিচারের জন্য আসে ইমামের মেয়ে। চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেন। ঢাকা থেকে ডাক্তার আনিসের বৌ নবনী আসে তার একটি কঠিন সিদ্ধান্তের কথা জানাতে। কিন্তু কোনভাবেই যেন সে বলতে পারে না তার মনের কথা। এভাবেই বিভিন্ন ঘটনার মাধ্যমে এগিয়ে চলে উপন্যাসের গল্প..
লিঙ্কঃ http://bit.ly/2SG3Ezh
-মোহাম্মদ আতিকুল্লাহ
টাকা পয়সা আছে, স্বামীর ভালো চাকরি আছে, সম্পদ আছে, স্ত্রীর অনুপম সৌন্দর্য আছে, সন্তান এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং কিছু ডিগ্রি আছে কিন্তু তাও কি যেন নেই?
আসলে সব আছে তাও ভালোবাসা নেই, ভালোবাসার কাংগাল এই মানুষ ভালোবাসা পায়না, দেয়না এমনি সেই ভালোবাসা খোঁজেও না। মানুষ টাকার পেছনে দৌড়োচ্ছে, বাড়ি গাড়ির পেছনে দৌড়িয়ে এক সময় যখন সময় থাকেনা তখন সে বুঝতে পারে সময় থাকতে ভালোবাসাকে খোঁজে নি, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এইসব নিয়ে বইটি।
বিস্তারিতঃ BoiBazar.com
–হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ
এই জীবনের দুই অভিযাত্রীর একজন স্বামী, অপরজন স্ত্রী। আল্লাহ তাআলার ইচ্ছায় এ জোডুটির সৃষ্টি, বিকাশ ও সংযােগ। আল্লাহ তাআলা তার পাক কালামে ইরশাদ করেন : “আমি তােমাদের মধ্য থেকেই অস্তিত্বে এনেছি তােমাদের সাথীকে। যাতে তােমরা তাদের নিকট স্বস্তি খুঁজে পাও। আর তােমাদের মধ্যে সৃষ্টি হয় টান, ভালােবাসা ও বন্ধুত্ব।”
বৈবাহিক জীবনের এই টান ভালােবাসা ও বন্ধুত্ব নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রত্যক্ষ ইচ্ছার বহিঃপ্রকাশ। কিন্তু এই গুরুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধনটিকে একান্ত অবাধ মুক্ত আর দিক নির্দেশনাহীন ছেড়ে দেয়া হয়নি। এর জন্য দেয়া হয়েছে উৎকৃষ্টমানের নির্দেশনা, আচার-অনুষ্ঠান ও বিধি নিষেধ। এসব নীতি নিয়ম পালন করলে শুধু যে দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠবে তাই নয়, বরং মানব সভ্যতার কেন্দ্রবিন্দুরূপ পরিবারে প্রশান্তি নেমে আসায় গােটা বিশ্বজগত হয়ে ওঠবে শান্তি সুখের নীড়। এ পর্যায়ে, উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় সংস্কারক, মুজাদ্দিদে মিল্লাত, হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর বক্ততা।
লিঙ্কঃ http://bit.ly/2VDmV69
© 2019 BoiBazar.com All Rights Reserved | Design by BoiBazar.com