ফ্ল্যাপের কিছু কথাঃ প্রকৃতি নিয়ে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। কারণ প্রকৃতির সঙ্গে মানুষ তার দায়বদ্ধতার বিষয়টি ভুলে যেতে বসেছে। কিন্তু একসময় সভ্য জামানার আগে মানুষ বনবাসীই ছিল। এখনো আমরা প্রকৃতির কোলেই বেঁচে আছি। তারপরও যেন মানসিকভাবে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই বিচ্ছিন্নতার নেতিবাচক ফলাফল গোটা দুনিয়ার মানুষ ইতোমধ্যেই পেতে শুরু করেছে।
আমাদের চারপাশে এই-যে বিপুল সবুজের সমারোহ তার খোঁজখবর কি আমরা খুব একটা রাজি? অর্থাৎ খুব কাছের বন্ধু হিসেবে আমাদের প্রাত্যহিক জীবনে এরা কতটা প্রভাব বিস্তার করে? কিংবা এরা কি আমাদের খুব দরকারি বন্ধু? যদি তাই হয় তাহলে কতটা দরকারি, কেন দরকারি- এসব প্রয়োজনীয় কথা দিয়েই সাজানো হয়েছে আমাদের সবুজ বন্ধুরা বইটি। আরও আছে গাছপালার সঙ্গে প্রাণীদের সম্পর্ক, এই উপমহাদেশের পুরনো উদ্যানগুলোর কথা, গাছপালার বিপন্নতার বিষয়।
এসব আলোচনা কখনো কখনো দেশের সীমানাও অতিক্রম করেছে। আছে মরুভূমি অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্যের কথা, বৃষ্টিবহুল চিরসবুজ বনের কথা। বাদ যায়নি রমনা নিসর্গের স্থপতি আর এল প্রাউডলকের কথাও। অনিবার্যভাবে আছে রবীন্দ্রনাথের প্রকৃতিপাঠ।
লেখাগুলো পড়ে ছোটরা যদি প্রকৃতি ও পরিবেশ নিয়ে একটুও ভাবে তাহলেই কেবল আমাদের মুক্তির পথে কিছুটা এগিয়ে যাওয়া।