

আমার বন্ধু রাশেদ
বইঃ আমার বন্ধু রাশেদ লেখকঃ জাফর ইকবাল আমাদের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত লেখক জাফর ইকবাল স্যারের অন্যতম সেরা উপন্যাস "আমার বন্ধু রাশেদ"। উপন্যাসের প্রধান চরিত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাশেদকে বাঙালির মহান মুক্তিযুদ্ধের এক প্রতীকী চিত্র হিসেবে পাঠকের কাছে উপস্থাপন করেছেন। মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে রাশেদের বন্ধুরা জানতো না দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। কিন্তু রাশেদ তার বন্ধুদের কাছে দেশ নিয়ে আলোচনা করতো। তার বন্ধুরা অবাক হতো রাশেদ কি করে এত কিছু জানে? রাশেদ দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্ধুদের উদ্ভুদ্ধ করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কিন্তু উপায় খুঁজে পাচ্ছিল না তারা কী করে যুদ্ধে যাবে? কে তাদের যুদ্ধে নিয়ে যাবে আর অংশগ্রহণ করার সুযোগ দিবে? একসময় তারা যুদ্ধে অংশ নেয়। সেখানে দেখা হয় তাদের এলাকার বড় ভাই শফিকের সাথে। সেখানে তাদের কাজ ছিল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা। কিন্তু একদিন অপারেশনে গিয়ে শফিক ভাই ধরা পড়ে। তবে সে যাত্রায় কোনো এক গেরিলা বাহিনীর বুদ্ধির জোরে শফিক ভাইকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সবার মনে প্রশ্ন কারা এই গেরিলা বাহিনী? শফিক ভাইকে উদ্ধার করার পর এরা উধাও হয়ে যায়। এরপর রাশেদ নিজেও অংশ নেয় যুদ্ধে। তার সবচেয়ে কাছের বন্ধু ইবুসহ তার পরিবার চলে যায় ভারতে। এমনকি অন্যরাও একেক জন একেক জায়গায় চলে যায়। তখন সে একাই মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে। কিন্তু আমাদের স্বাধীনতার বিপক্ষ দল পাকিস্তানিদের দোসর রাজাকারের হাতে ধরা পড়ে যায় রাশেদ। রাশেদের শেষ পরিণতি জানতে হলে পাঠককে পড়তে হবে বইটি।
SIMILAR BOOKS
