ফ্ল্যাপের কিছু কথাঃ ১৮৭২ সালের কথা। ফিলিয়াস ফগ নামের খামখেয়ালী এক ইংরেজ ভদ্রলোক হঠাৎ করেই বন্ধুদের সাথে বাজি ধরে বসলেন যে মাত্র আশি দিনে পুরো পৃথিবী একবার ঘুরে আসবেন তিনি। তাঁর সারা জীবনের সঞ্চিত অর্থ বাজি হিসিবে ধরলেন তিনি। সেই সশয় দ্রুতগামী যানবাহন বলতে সবাই ট্রেন আর জাহাজকেই বুঝত! সত্রিই কি বিশ্ব আশি দিনে ঘুরে আসা সম্ভব? দেখা যাক, এই অসম্ভবকে ফিলিয়াস ফগ কীভাবে সম্ভব করেন!
ফ্ল্যাপের কিছু কথাঃ প্রিয় কিশোর-কিশোরী বন্ধুরা, বিশ্ববিখ্যাত ক্লাসিকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে এবং বড়দের জন্য লেখা। তাই সেগুলো তোমাদের জন্যে আমাদের এ প্রয়াস। বিশ্ববিখ্যাত লেখকদের সেরা রচনাগুলো তোমাদের উপযোগী ভাষা ও পাতায় পাতায় ছবির মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত । আমাদের এ সিরিজের বইগুলো পড়ে তোমাদের একদিকে যেমন হবে সৃজনশীলতার বিকাশ, অন্যদিকে পাবে বিশ্বসাহিত্যের বিশ্বসেরা ফিকশনগুলো পাঠের আনন্দ।
এই বইয়ে তোমরা যাদের মুখোমুখি হবে * ১. ফিলিয়াস ফগ : রহস্যময় এক ইংরেজ। প্রচুর ধনসম্পদের মালিক । কেউ জানে না তার আয়ের উৎস কী। বন্ধুদের সাথে আশি দিনে বিশ্বভ্রমণের বাজি ধরেন। * ২. পাসেপার্তু : ফিলিয়াস ফগের নতুন পরিচারক। মনিবভক্ত এই পরিচারকও ফিলিয়াস ফগের সার্বক্ষণিক ভ্রমণসঙ্গী। * ৩. আউদা : ভরতীয় এক সুন্দরী তরুণী। অল্প বয়সে বিয়ে হয় বুড়ো রাজার সাথে । সহমরণের হাত থেকে তাকে উদ্ধার করেন ফিলিয়াস ফগ। * ৪. ফিক্স : ব্রিটিশ গোয়েন্দা । ব্যাংক অব ইংল্যাণ্ডে ডাকাতির সন্দেহে ফিলিয়াস ফগকে আটক করার জন্য তার পিছু নেয় সে। * ৫. ফ্রান্সিস : বারত ভ্রমণের সময় তার সাথে বন্ধুত্ব হয় ফিলিয়াস ফগের। ভারত সম্পর্কে সে ফগকে অনেক তথ্য জানায়। * ৬. স্টুয়ার্ট : ফিলিয়াস ফগের তাস খেলার পার্টনার । পেশায় প্রকৌশলী। * ৭. স্যামুয়েল ভ্যালেন্টিন : তিনিও তাস খেলার পার্টনার। পেশায় ব্যাংকার। * ৮. গার্সিয়ার র্যাল্ফ : ব্যাংক অব ইংল্যান্ডের পরিচালক । ফগের তাস খেলার পার্টনার। * ৯. আন্দ্রে স্পিডি : হেনরিয়েটা জাহাজের ক্যাপ্টেন । এর কাছ থেকে জাহাজ ছিনতাই করেন ফগ।
জুল ভার্ন
জুল গাব্রিয়েল ভার্ন একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।