ফ্ল্যাপের কিছু কথাঃ তারপর আবার ইতিহাসের পুনরাবৃত্তির মতো ঘটনা ঘটে। মসিরুলের বাড়ির মতো এখানেও পাড়া-প্রতিবেশী বা জ্ঞাতিদের মধ্যে কেউ কেউ যারা নিজেদের কোনও উপকার হবে না জেনেও অন্যের ক্ষতি করতে চায়, তারা গিয়ে নরোত্তম ও অন্র বাবুদের কাছে লাগায়। মেথর পল্লীর মধ্যে দেবদেভীর মূর্তি নিয়ে একী অনাচার? তাও আবার মা দুর্গা! এতে যে সবার অমঙ্গল হবে।
সুনীল গঙ্গোপাধ্যায়
জন্ম : ২১ ভাদ্র ১৩৪১ (৭ সেপ্টেম্বর, ১৯৩৪) ফরিদপুর, বাংলাদেশ। মৃত্যু : ৮ কার্তিক ১৪১৯ (২৩ অক্টোবর, ২০১২) কলকাতা, ভারত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম-এ টিউশনি দিয়ে কর্মজীবনের শুরু। তারপর নানা অভিজ্ঞতা। ‘আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
শখ : ভ্রমণ। দেশ-বিদেশ ভ্রমণ করেছেন। ‘কৃত্তিবাস' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক তিনি। প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ।
প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন। ছােটদের মহলেও সমান জনপ্রিয়তা ছিল। প্রথম কিশাের উপন্যাস- ‘ভয়ংকর সুন্দর। ‘নীললােহিত’, ‘সনাতন পাঠক’ এবং ‘নীল উপাধ্যায়’ ছদ্মনামেও লিখতেন।
গ্রন্থসংখ্যা : দ্বিশতাধিক।
একাধিক কাহিনি চলচ্চিত্রে, বেতারে ও টিভির পর্দায় রূপান্তরিত ও পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে।