আমাদের প্রাক্তন কলিগ ছোট ভাই আজাদ তার নিজ প্রচেষ্টায় ও সচেতন ভাবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তার অনলাইন একাডেমী ওয়ার্কশপ সেমিনার অনেকের জীবনে বিশেষ দিক নির্দেশনা ও পরিবর্তন আনতে পেরেছে বলে আমি জানতে পারি । তার লেখা "জব হ্যাকস” বইটিতে চাকুরী জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সকল বিষয় সুন্দর ও সহজ ভাবে উপস্থাপিত ও বর্ণিত হয়েছে।
আমাদের বিশাল জনগোষ্ঠীর একটা সিংহভাগ তরুণ সমাজ তাদের জব মার্কেটের জন্য তৈরী করা এবং জব মার্কেটে সাকসেস ফুল হওয়া তাদের নিজেদের প্রেজেন্টেশন এর উপর নির্ভর করে।
আমি মনে করি বাংলা লেখা খুব একটা বই মার্কেটে নেই এবং আজাদের এই বইটি গাইড হিসেবে ভালো কাজ করবে। একই সাথে আমি তরুণ সমাজকে ইন্টারনেটে আজাদ সহ আরো যারা কনটেন্ট তৈরি করেন Globally তাদেরকে follow করতে Rocommend করব-
সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের প্রযুক্তি তার সাথে বাজারে আসছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, বিশাল প্রতিযোগিতা মূলক এই মার্কেটে আমাদের এডাপ্ট করতে হলে আমাদের নিজেদের ও ভার্সন আপডেট করতে হবে। আজাদের সকল উদ্যোগ কে আমি স্বাগত জানাই , তার লেখা এই বইটি আমি পড়েছি , এখানে প্রায় পনেরো টির ও বেশি সফট স্কিলস সহ প্রাইভেট জব মার্কেটে নিজের অবস্থান ভালো করার সকল টেকনিক বা উপাদান গুলো সহজ ও সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের সকল গ্রাজুয়েট ও প্রাইভেট চাকুরী জীবিদের জন্য এই বই টি হতে পারে একটি বিশেষ টুলস।