
জোছনা ও জননীর গল্প (হার্ডকভার)
“জোছনা ও জননীর গল্প” বইটি সত্যিই একটি অসাধারন মুক্তিযুদ্ধ বিষয়ক বই। যাকে লেখার যাদুকর বলা হয় সেই যাদুকরী লেখক হুমায়ূন আহমেদ তার লেখনীর শক্তি দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে আমাদের চোখের সামনে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। গল্প গুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্রায় ৫২০ পৃষ্ঠায় নিয়ে দাড় করিয়েছেন যাদুকরী লেখক। আমাদের খুব চিরচেনা মুক্তিযুদ্ধের চরিত্র গুলা এই গল্পে আনা হয়েছে। সেই সময়কার মানুষের জীবন সংগ্রাম,লোভ, ক্ষোভ, হাসি , কান্না, আনন্দ , বিজয় এই বিষয় গুলাকে গল্পের ভিতরে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পের মধ্যে একটার পর একটা ঘটনা আপনাকে নিয়ে যাবে ১৯৭১ এর সেই যুদ্ধে।লেখক বই শেষ করেন , যখন বাংলাদেশ স্বাধীন হয় । কিন্তু স্বাধীন দেশ আমরা পেয়েছি , অনেক প্রানের বিনিময়ে । ব্যক্তিগত পর্যায়ে মানুষের অনুভূতি গুলো তখন কেমন ছিল , লেখক তা খুব সুন্দর করে ফুটিয়ে তোলেছেন। এক কথায় অসাধারণ একটি বই।
SIMILAR BOOKS
