কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত - সাজিয়া সুলতানা পুতুল | বইবাজার.কম

কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৩৫ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১৮০

প্রকাশনী : তাম্রলিপি





WISHLIST


Overall Ratings (1)

Al amin
23/04/2020

★এই বইটা মূলত বাঙালি কালো নারীদের নিয়ে লেখা, কালো নারীরা যে প্রতিনিয়ত কতটা অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে বেচে থাকে তা তুলে ধরা হয়েছে,এছাড়াও কালো নারীরাও যে  চাইলেই খুব ভালো কিছু করতে পারে সেই বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মেয়েটার নাম সুবর্ণা যা জন্মের আগেই ঠিক করা নাম, নাম সুবর্ণা তবে দেখতে একদম কালো গোলাপের মতো। কালো হওয়ার কারনে প্রতিনিয়ত তাকে বিভিন্ন  প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় তবে একসময় সকল প্রতিবন্ধকতা কে জয় করে সুবর্ণা সাফল্যের চূড়ায় আরোহন করে। পুতুল কাব্যিক উপন্যাস হিসেবে খুবই ভালো লেগেছে তবে কিছু কিছু জায়গাতে একটু বেশিই প্রাপ্তবয়স্ক ভাষা ব্যবহার করা হয়েছে,তবে সব মিলিয়ে লেখিকা চমৎকার লিখেছেন। আমার মতে বইয়ের বিশেষ কয়েকটি লাইনঃ ★জীবন হলো একটা পাখি, যার দুটো ডানা-ই তার সবচেয়ে বড় অবলম্বন। ডানা দুটোর একটা সুখ,অপরটা দুঃখ। সুখ আর দুঃখ সমানভাবে সক্রিয় না থাকলে পাখিটা উড়তে পারে না। দুই ডানার ভারসাম্যই পাখিটাকে ওড়ায়। জীবন নামের পাখিটা উড়তে উড়তে ক্লান্তও হয় মাঝে মাঝে। মনেহয় ওড়া থেমে যাক। কিন্তু ওড়া থামলে তো জীবনটাই থাকবে না। ক্লান্তি আর অবসাদ নিয়েও আমাদের বাঁচতে হয়, উড়তে হয়। সুখ আর দুঃখকে সঙ্গে নিয়ে পাখিটা বাঁচতে শেখে। অভ্যস্ত হয় সুখী হতে কিংবা দুঃখ পেতে।  ★পৃথিবীতে কেবল নিজের গর্ভে ধারণ করা শিশুই আমার নিজের, আর অন্য শিশুদের মালিকানা অন্যদের,এই ধারণায় আমি থুতু ছিটাই। এখানে সবাই আমার, আমি সবার। আমিত্ব তুমিত্ব মিলেমিশে একাকার হয়ে যাবে সেরকম পৃথিবী আমার পৃথিবী। ভিড়ের ভিতর হারিয়ে গেলে কেবল আমার শিশুটি আমাকে ভীত করবে,তাকে খুঁজে পেতে, ফিরে পেতে আমি মরিয়া হবো তা হতে পারে না। পৃথিবীর সব সংকটাপন্ন শিশুর জন্যই আমার সমান হাহাকার জাগে।  আমি মনে করি সকলের এই বইটি পড়া উচিৎ, কারন আমাদের অনেক চিন্তাভাবনা পরিবর্তন হবে, বিশেষভাবে আমাদের সমাজের যে নারীরা কালো গোলাপের মতো তারা অবশ্যই পড়বেন কারন তাদের এই বইটা অনেক অনুপ্রেরণা দেবে। 


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com