হুমায়ূন আহমেদ এর উপন্যাস, সেরা হুমায়ূন আহমেদ বই, প্রিয় হুমায়ূন আহমেদ উপন্যাস, হুমায়ূন আহমেদের লেখা বই, টপ-রেটেড হুমায়ূন আহমেদ উপন্যাস, হুমায়ূন আহমেদ প্রেমের উপন্যাস, হুমায়ূন আহমেদ এর সংগ্রহ, হুমায়ূন আহমেদ এর জীবনী, হুমায়ূন আহমেদের প্রিয় উপন্যাস, হুমায়ূন আহমেদ এর রহস্য গল্প

কিছুক্ষণ

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৪০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১৭৫





WISHLIST


Overall Ratings (1)

Md Aashiq
08/04/2019

চিএা ট্রেন থেকে নামবে কিনা ভাবছে।ভাবতে ভাবতেই এক মাওলানা সে তার বউকে নিয়ে উঠে পরে ট্রেনে চিএার আর নামা হয় না।তার মা বাবা অনেক আগেই মারা গেছে।সে চাচার সাথে দেখা করতে যাচ্ছে সে নাকি অসুস্থ।চিএার মন ভালো না এর কারন হলো তার বান্ধুবি লিলি বলেছে তার জন্য সে কামড়া ঠিক করা হয়েছে তাতে কারো থাকার কথা না কিন্তু একজন বয়স্ক লোক সেখানে বসে আছে।যদিও ট্রেন কর্তিপক্ষই এই কাজ করেছে।যে বসে আসে তার নাম হলো রাশেদ।সে একজন বড় গণিতবিদ।সে সিগারেট খেয়েই চলেছে যা চিএার ভালোই লাগছে না।চিএাকে লিলি ফোন দেয়।লিলির অশালীন কথা শুনতে ভালো না লাগাই ফোন কেটে দেয় চিএা।চিএা তার জন্য অন্য কোনো সিট ঠিক করতে বলে।সেই ট্রেনে এক ডাক্তার ও তার মা রয়েছে।ডাক্তারের নাম আশহাব এবং তার মার নাম হলো সাজেদা বেগম।ঠিক হয় চিএা সাজেদা বেগম এর সাথে থাকবে আর রাশেদ সাহেবের সাথে থাকবে আশহাব।সেখানে আশহাব আর রাশেদ সাহেবের মধ্যে ভালোই সম্পর্ক তৈরী হয়।আশহাব ম্যাজিক দেখায় রাশেদ সাহেবকে।এর মধ্যে সেইখানে এক মন্ত্রী থাকে যার নাম খায়ের সাহেব। সে একজায়গা থেকে খবর পায় যে তার নাকি মন্ত্রীত চলে গেছে।এই নিয়ে অনেক সমস্যা হয়।তার স্ত্রী একজনের সাথে খারাপ ব্যবহার করে ফলে তারা অনেক কিছু করে তাদের সাথে পরে সে নিশ্চিত হয় সে যে খবর পেয়েছে তা ভুল।এর মধ্যে মাওলানা সাহেবের স্ত্রী সন্তান প্রশব এর সময় হয়।তাই সে অনেক অসুস্থ হয়ে পরে।এদিকে মাওলানা সাহেব কোনো মেয়ে ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবে না।এই খবর রাশেদ সাহেব শুনার পরে সে মাওলানাকে বুঝাতে চায়।কিন্তু সে তর্ক করতে রাজি হয় না।তার স্ত্রীর অবস্থা অনেক খারাপ হয়ে গেলে চিত্রা কারোকে জিজ্ঞেস না করেই আশহাবকে নিয়ে যায় সেই রুমে।আশহাব সাহায্য করে।এক ছেলে জন্ম হয়।কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে মাওলানার স্ত্রীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে।তাকে জরুরি শহরে নেয়া উচিত।সেখানে হেলিকপ্টার এর ব্যবস্থা হয়ে যায়। তার জন্য হেলিকপ্টার আনা হয় তাতে সাজেদা বেগম যায়।যাওয়ার আগে চিএাকে বলে যায় আশহাব এর খেয়াল রাখতে।এদিকে চিএা আশহাবের প্রেমে পরে যায়।গল্পটা এক কথায় অসাধারন।সব কটি চরিত্র এর কাহিনিই ভালো লাগবে সবার।শেষ অংশটি খুবই ভালো ভাবে শেষ করতে পেরেছে লেখক।রাশেদ সাহেবের কাহিনি ভালোই লেগেছে।সাজেদা বেগম এর কাহিনিও ভালো লেগেছে। সে গল্পের মধ্যে থেকেই চিএাকে বউমা ভাবা শুরু করে,আশহাব এতে খুশিই হয়।কিন্তু চিএা তা সহজে গ্রহণ করতে পারে না।সবার ভালো লাগবে এই গল্পটা এই আমার বিশ্বাস। #বইবাজার_রিভিউ_প্রতিযোগীতা_মার্চ_২০১৯


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com