

মোসাদ এক্সোডাস
১৯৭৭ সাল। ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের এজেন্টদেরকে গতানুগতিক ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির বাইরে একেবারে ভিন্ন একটা অ্যাসাইনমেন্ট দেয়। সুদানে আটকে থাকা ইথিওপিয়ান ইহুদি শরনার্থীদেরকে যেকোন মূল্যে উদ্ধার করে ইহুদি ভূমিতে ফিরিয়ে আনতে হবে। পরিকল্পনা করা হয় নতুন এক অভিযানের। পুরোপুরি ভিন্ন কিছুর ছক আঁকে মোসাদ। আক্রমণ চালাতে পূর্বপ্রস্তুতি হিসেবে কোনো আগন্তুককে শত্রুভূমিতে পাঠানোর পরিবর্তে, সুদানের দূরবর্তী এক পরিত্যক্ত হলিডে ভিলেজে গুপ্ত ঘাঁটি গড়ে তোলে মোসাদ। তারপর সেখানে একদল সক্রিয় অফিসার মোতায়েন করা হয় শরনার্থীদেরকে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য। পরবর্তীতে নানা ঘাত-প্রতিঘাত ও বিপদসংকুল পরিবেশের মুখোমুখি হয়ে তারা শরনার্থীদেরকে ক্যাম্প থেকে উদ্ধার করে সমুদ্র ও আকাশপথে ইজরায়েলে প্রেরণ করে। এই বইয়ের লেখক গ্যাড সিমরন ওই অভিযানেরই একজন সদস্য ছিলেন। বইটিতে এই অভিযানের পরিকল্পনা এবং কিভাবে মোসাদ টিম সুদানে এই অভিযানে সফল হয়' সেসবের রোমাঞ্চকর বর্ণনা দেয়া হয়েছে। লেখা হয়েছে ব্যক্তিগত ঝুঁকি এবং দিনের আলোয় দর্শনার্থীদের ভয় থাকা সত্ত্বেও স্থানীয় লোকেদের আড়ালেই রাতের বেলা শরনার্থীদেরকে উদ্ধার করার কথা। এছাড়াও অভিযানের শেষদিকে আমেরিকার সংশ্লিষ্টতার কথা, হোয়াইট হাউসের অনুমতি সাপেক্ষে ইহুদি শরনার্থীদেরকে উদ্ধারে আকাশপথে আমেরিকার সাহায্য করার বিষয়টি এবং সিআইএ এর খার্তুম স্টেশন থেকে মোসাদ কর্মীদেরকে আশ্রয় ও লিবিয়ার গুপ্তচরদের হাত থেকে পালিয়ে বাঁচতে সহায়তার কথা উঠে এসেছে। সবমিলিয়ে লেখক গ্যাড সিমরন দুর্দান্ত পর্যবেক্ষণে আদর্শবাদী বীরত্বের গাঁথা বইটিতে সাবলীল ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন, যা সহজেই পাঠককে মুগ্ধ করবে।
১৯৬৭ সালে মিশরের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল তার পেছনে অবদান মুলত মোসাদের। মোসাদ মিসরের বিমান বাহিনীর উপর নজর রাখত। মিসরের বিমান বাহিনীর অনেকেই সকাল সাতটা থেকে আটটার ভিতরে নাস্তা করে এবং এই সময়ই শিফট চেঞ্জ হত। ইসরায়েল হঠাৎ সেই সময় একদিন হামলা চালিয়ে মিসরীয় বিমান বাহিনীর প্রায় অর্ধেকের মত জঙ্গি বিমান উড়িয়ে দেয়। মাত্র ছয় দিন ইসরায়েলের সামনে যুদ্ধ করতে পারে আরবরা। যার পুরো অবদান এই মোসাদের। প্রকৃতপক্ষে ইসরায়েল নামক রাষ্ট্রটি মুলত টিকে রয়েছে তাদের মোসাদের জন্যই। যতদিন মোসাদ পুরোপুরি সক্রিয় থাকবে ততদিন ইসরায়েলকে পরাজিত করা কোনমতেই সহজ হবেনা। মোসাদ এক্সোডাস বইটিতে এমনই অনেক মিশনের লোমহর্ষক ঘটনা পাবেন। ধারনা করতে পারবেন মোসাদের কাজ করার প্রক্রিয়া।
SIMILAR BOOKS
