একদিকে সাম্রাজ্যবাদীদের দোসরদের হাতে বন্দি প্রেমিকা। অন্যদিকে দেশ। এই দুই-এর টানাপোড়েনে এগিয়ে চলেছে ইতিহাসভিত্তিক রোমান্টিক উপন্যাস জাতিস্মর। যার ঘটনার পরতে পরতে উঠে এসেছে দেশি-বিদেশি নানা চরিত্র এবং একই সঙ্গে দ্বন্দ্ব, লোভ, প্রেম ও ষড়যন্ত্রের নানা রঙ। চমৎকার সব ভাবনার সনিড়ববেশ জাতিস্মর উপন্যাস। উপন্যাসটি সিটিআনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১০-এ ভূষিত হয়েছে।