কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবনের শুরু, তারপর গদ্য রচনাতেও হাত দেন। বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যক্তিগত কলাম লিখে ধারালাে ভাষা ও জোরালাে মতামতের জন্য যেমন অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনই বিতর্কিত হয়েছেন। কাব্যগ্রন্থ—নিবাসিত বাহিরে অন্তরে (১৯৮৯), আমার কিছু যায় আসে না (১৯৯০), অতলে অন্তরীণ (১৯৯০), বালিকার গােল্লাছুট (১৯৯২), প্রথম উপন্যাস—অপরপক্ষ (১৯৯২), ১৩৯৮ সালের আনন্দ পুরস্কার পেয়েছেন ‘নিবাচিত কলাম’ গ্রন্থের জন্য ।