নিয়ান - মুহম্মদ জাফর ইকবাল | বইবাজার.কম

নিয়ান

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ২৫৬ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩২০

প্রকাশনী : তাম্রলিপি





WISHLIST


Overall Ratings (1)

YEASIR
25/03/2019

মণিকার ১৬ বছর বয়স।মণিকার মা নেই। মণিকার বাবা রিয়াজ একজন সাইন্টিস্ট।তিনি নিয়ানডারথাল মানুষ অর্থাৎ আদিমমানবদের নিয়ে রিসার্চ করেন। একদিন মণিকার স্কুল থেকে রিয়াজের বাবার কাছে একটি কমপ্লেইন আসে তাই সে তাড়াতাড়ি করে তার স্কুলে যায় এবং কী হয়েছে তা জানতে চায়।প্রিন্সিপাল জানায়, মণিকা কংগ্রেসম্যানের ছেলেকে মেরে তার নাক ভেঙ্গে দিয়েছে।এজন্য তারা মণিকাকে আর এই স্কুলে রাখতে চাচ্ছে না।তখন তার বাবা তাকে নিয়ে স্কুল থেকে চলে যায়। সেদিনের পর থেকে মণিকা পড়াশোনা ছেড়ে দেয়।তাই সে নিজ ইচ্ছায় ম্যাকডোনাল্ডসে চাকরি করা শুরু করে, ক্যারাটে ক্লাস করে এবং ড্রাইভিং শেখা শুরু করে।তার বাবা এগুলোর কিছুই চায় নি।মণিকা ঘুরতে খুবই ভালোবাসে।তাই তার বাবা ঠিক করলো তাকে নিয়ে ভ্যাকেশনে যাবে।তাই মণিকা অনেক খুশি।কিন্তু কে বা জানতো, সেখানে গিয়ে তার জীবনে অনেক কিছুই উলোটপালোট হয়ে যাবে।রিয়াজ তাকে নিয়ে আল্পস পর্বতে ঘুরতে গেলো।কারণ মণিকা পাহাড়ে হাইকিং করতে খুব ভালোবাসে।মণিকা সেখানে তাদের প্রতিটা দিন কী করে কাটাবে, তার একটা চার্ট তৈরি করে রাখে।প্রথম দিন তারা হালকাভাবে হাইকিং করলো।তবে সেইদিন রাতের বেলা হঠাৎ করে ৭.৩ মাত্রার খুবই ভয়াবহ একটি ভূমিকম্পের শুরু হয়।ভাগ্যক্রমে তারা বেঁচে যায়।তবে সেই আল্পস পাহাড়টিতে অনেক বরফ ও পাথর ধসে পড়ে।আর এখন সেখানে যাওয়া মানেই মরণ। তবুও মণিকা জোর করে তার বাবাকে নিয়ে সেখানে যায়।মণিকা অত্যন্ত দুঃসাহসী।তারা অনেক সাবধানে সেখানে হাটঁতে থাকে। একসময় তারা এক জায়গা গিয়ে তারা রেস্ট নিচ্ছিলো।হঠাৎ করে মণিকার গলায় থাকা তার মায়ের লকেট বরফ পাথরে ঢাকা একটি খাদের মধ্যে পড়ে যায়।এটা তার মায়ের খুব প্রিয় লকেট ছিলো। তাই মণিকা কাদোঁ কাদোঁ গলায় বলে উঠলো যে সে ওই খাদে নামবেই।তারপর সে অনেক রিস্ক নিয়ে সেই খাদে নামলো এবং লকেটটাও পেয়ে গেলো।তবে সে সেই খাদে বরফে জমাট বাধা অবস্থায় একটা ছেলেকে দেখতে পেলো।তাকে দেখে বোঝা গেলো যে, সে চল্লিশ হাজার বছর আগের কোনো নিয়ানডারথালের ছেলে।আমরা যেমন হোমো স্যাপিয়েন্স ওরা তেমন নিয়ানডারথাল।মণিকার বাবা নিয়ানডারথালের এই ছেলেটিকে দেখে যত দ্রুত সম্ভব উদ্ধার করার জন্য অনেক জনকে ডাকলো।মিডিয়ার লোকেরাও আসে।তারা মণিকার সাক্ষাৎকার নিলো।সাক্ষাৎকারে সে নিয়ানডারথাল এর ছেলেটার নাম নিয়ান রেখেছে সেটা জানালো।ইতোমধ্যে সারা পৃথিবীতে এই খবরটি ছড়িয়ে পড়লো। তারপর মণিকারা নিজ দেশে তাড়াতাড়ি ফিরে যায় এবং রিয়াজ নিয়ানকে বাচিঁয়ে তোলার চেষ্টা করে।একসময় সেই চল্লিশ বছর আগের ছেলেটিকে বাচাঁনো যায়।কিন্তু সেই দেশের কিছু লোক নিয়ানকে মেরে ফেলতে চাইলো এবং এই নিয়ে কিছু পরিকল্পনাও করে ফেলে তা ফেসবুকে জানিয়ে দিলো।তাই দেখে মণিকা অনেক ভয় পেয়ে যায়।আর ঠিক করে যে, তাকে নিয়ানকে বাচাঁতেই হবে।আর ঠিকই একদিন তারা অনেক অস্ত্র ও রাইফেল নিয়ে আসে নিয়ানকে মারতে।তখন মনিকা লুকিয়ে নিয়ানের কাছে যায়।নিয়ান কখনো মানুষ দেখেনি তাই সে তাকে দেখে খুবই ভয় পেয়ে গেলো।তবে মনিকা তাকে অনেক কষ্ট করে মানিয়ে এবং সেই খারাপ লোকদের সাথে যুদ্ধ করে নিয়ানকে বাচিঁয়ে ফেললো।সে নিয়ানকে নিয়ে একটি বিরাট পাহাড়ে চলে গেলো এবং সকল পুলিশকে তাদের পিছু নিতে নিষেধ করলো।তাই নিয়ানের কথা ভেবে তারা আর তাদের পিছু নিলো না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে, নিয়ান এই নতুন এবং অচেনা এই পৃথিবীতে কিছুতেই মানিয়ে নিতে পারছিলো না।সে সেখানকার সকল টেকনোলোজি দেখে অনেক ভয় পেয়ে যায়।তবে মনিকা তাকে আস্তে আস্তে বন্ধু বানিয়ে নেয়।কিন্তু তবুও নিয়ান এখানকার মানুষকেও সহ্য করতে পারেনা।সে তার মা কে খুজঁতে থাকে।কিন্তু পায়না।একসময় নিয়ান সকল আশা ছেড়ে দেয়, সে মন থেকে তার নিজেকে মেরেই ফেলে।আর বাচঁতে চায় না।নিয়ান এর এ অবস্থা দেখে মনিকা কাদঁতে শুরু করে।সে বুঝলো যে নিয়ান আর বাচঁবে না।তাই সে নিয়ানের কাছে শেষবারের মতো ক্ষমা চাইলো।কারণ হোমো স্যাপিয়েন্সরাই একসময় থেকে নিয়ান্ডার্থালদের হত্যা করে আসছে।সে অতি কষ্টে বলে উঠলো যে, "নিয়ান তুমি কী আমাদের কখনো ক্ষমা করবে না?" তখন নিয়ান শেষবারের মতো তার দিকে তাকিয়েই রইলো, চোখ সরালো না। । । জাফর ইকবাল স্যার নিয়ান্ডার্থালদের স্মরণে, নিয়ানয়ের মতো মানুষদের কাছে ক্ষমা চাইতে এই বইটি লিখেছেন।তবে তিনি জানেন যে, এটা কখনোই সম্ভব নয়।কারণ তারা পৃথিবীতে আর নেই।এই বইটি আসলেই অতি চমৎকার একটি বই।এই বইটি পড়ে আসলেই আমার অনেক ভালো লেগেছে।তাই সকলকে এই বইটি পড়ার অনুরোধ করছি, হয়তো অনেকেরই এই বইটি পড়ে নিয়ান এবং নিয়ান্ডার্থাল মানুষকে নিয়ে অনেক দুঃখ ও অনুশোচনার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com