যে ব্যক্তি সবকিছু সর্বজনীন দৃষ্টিতে দেখেন তার ধারণাও হয় সর্বজনীন। এরকম আলোকময় কথা ও ভাবনার অনুরণনে কথা বলেছেন বিচারপতি থেকে শুরু করে দেশের শ্রেষ্ঠ চিন্তকগণ। বইটি সাম্প্রতিক রাজনৈতিক চিন্তাধারাকে সুস্থ পথে নিয়ে যেতে পারঙ্গম। ফলে বইটির গুরুত্ব বহন করে প্রতিটি নাগরিকের।