রবীন্দ্রনাথ বলেছিলেন, চার দিকের বাঁধাধরা জীবনের মধ্যে হঠাৎ যদি কোনও ‘অসংগত ব্যাপারের অবতারণা হয়’, তখন মানুষের মন ‘দুর্নিবার হাস্যতরঙ্গে বিক্ষুব্ধ’ হয়ে ওঠে। রবীন্দ্রনাথের লেখায় ‘হিউমার’, ‘উইট’ ও ‘স্যাটায়ার’ তিনটিই দেখা যায়। ব্যাক্তিগত জীবনে তো দারুণ রসিক ছিলেনই। রবীন্দ্রনাথের কবিতা থেকে হাস্যরস্যের উদাহরণ তুলে ধরা হয়েছে এই বইয়ে।
কাজী রোজী জন্ম ১৯৪৯ সালের ১৬ আগস্ট সাতক্ষীরায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ এম.এ. ডিগ্রী। বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসরগ্রহন। তাঁর দশটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। তাঁর ‘কুসুম বেত্তান্ত’ নাটক উড়িষ্যাতে মঞ্চস্থ হয়েছে। কলকাতা থেকে মহাদিগন্ত সাহিত্যপদক এবং ফরিদপুর থেকে নির্ণয় স্বর্ণপদক লাভ করেন।