রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল রায়ের মধ্যে একসময় গভীর সখ্য ছিল। পরে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথের বিরুদ্ধে অশ্লীলতার ও অনৈতিকতার অভিযোগ আনেন। দেবকুমার রায়চৌধুরী ‘দ্বিজেন্দ্রলাল’ নামে এক বই লিখে রবীন্দ্রনাথের তুলনায় দ্বিজেন্দ্রলাল রায়কে বড়ো করে দেখান। মজার ব্যাপার হলো, এ বইয়ের ভূমিকা লেখেন রবীন্দ্রনাথ। সেখানে বলেন, ‘আমি অন্তরের সহিত তাঁহার প্রতিভাকে শ্রদ্ধা করিয়াছি’।