

শী রিটার্ন অভ শী
বইঃ শী লেখকঃ স্যার হেনরি রাইডার হ্যাগার্ড রূপান্তরঃ নিয়াজ মোরশেদ ব্যাক্তিগত রেটিংঃ ৯/১০ দুই হাজার বছর ধরে কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব! তাও অনন্তযৌবনা হয়ে!যার অপরুপ রুপে পাগল হয়ে যায় যেকেউ! তার ওপর লেখক শুরুতেই বলে দিয়েছেন"এ এক রহস্যময় অবিশ্বাস্য ইতিহাস " সত্য মিথ্যা পাঠকরা বিচার করবেন! অদ্ভুত রহস্যময়ী এই নারীর নাম আয়শা। অপরুপ রহস্যময়ী এই নারী আফ্রিকার উপকূলে এসে সেখানকার জংলী জাতির ওপর কর্তৃত্ব স্থাপন করে।সবাই তাকে রানী হিসেবেই মান্য করে,রানীর আদেশ অমান্য করলে তাদের কপালে জুটে ভয়ানক শাস্তি। অপরদিকে খ্রিস্টপূর্ব ৩৩৯ অব্দে মিশরীয় ফারাওদের চূড়ান্ত পতন ঘটে।তখনকার মিশরীয়দের পুরোহিত ছিলেন ক্যালিক্রেটিস যিনি মিশরীয়দের দেবী আইসিসের পূজা করতেন।ফারাও পরিবারের এক রাজকন্যা অ্যামেনাতার্স ভালোবেসে ফেলে রাজপুরোহিত ক্যালিক্রেটিসকে। জলপথে জাহাজে করে পালিয়ে যায় তারা।পথেই জাহাজডুবিতে ওরা দুজন ছাড়া সবাই মারা গেলো,জীবন নিয়ে কোনরকমে তীরে উঠলো দুজন। জায়গাটা আফ্রিকার সেই উপকূলে যেখানকার রানী রহস্যময়ী অপরুপা আয়শা । ক্যালিক্রেটিসের প্রেমে পড়ে যায় আয়শা। অ্যামেনাতার্সকে হত্যা করে ক্যালিক্রেটিসকে বিয়ে করতে চায় সে।কিন্তু জাদুবিদ্যার প্রভাব কাটিয়ে তেমন ক্ষতি করতে পারে না অ্যামেনাতার্সের। অপরুপা সুন্দরী সেই মানবীকে প্রত্যাখ্যান করে ক্যালিক্রেটিস।রাগে ক্ষুব্দ হয়ে হত্যা করে ক্যালিক্রেটিসকে। কোন ক্ষতি করতে না পেরে অ্যামেনাতার্সকে পাঠিয়ে দেয় সেই নদীর মোহনায় যেখান থেকে জাহাজে করে দূরদেশে চলে যায় সে। সেখানেই জন্ম দেয় তার পুত্র টিসিসথেনেসকে।অ্যামেনাতার্স বিস্তারিত সবকিছু চিনামাটির পাত্রে লিখে রেখে যান কিভাবে তার পিতা ক্যালিক্রেটিসকে হত্যা করা হয়।নির্দেশ দিয়ে যায় যেন পিতৃহত্যার প্রতিশোধ নেয় সে,জেনে নেয় জীবন-মৃত্যুর রহস্য। আরো নির্দেশ দেয় যদি সে এই কাজ শেষ করতে না পারে তার পরবর্তী বংশধর যেন চেষ্টা চালিয়ে যায়। অপরদিকে ক্যালিক্রেটিসকে হত্যা করে বিলাপ করে কাঁদতে শুরু করে আয়শা। অনুশোচনায় ভেঙ্গে পড়ে রহস্যময়ী সেই মানবী।তার দৃঢ় বিশ্বাস পুর্নজন্ম নিয়ে ফিরে আসবে ক্যালিক্রেটিস,তখন অবশ্যই মিলন হবে তাদের। অপেক্ষায় থাকে সে। ক্যালিক্রেটিসের বংশধর লিও,আশ্চর্যজনকভাবে যার চেহারা একদম ক্যালিক্রেটিসের মতো! পূর্বপুরুষ থেকে প্রাপ্ত প্রমানাদি থেকে সবকিছু জানতে পারে লিও।বেরিয়ে পরে রহস্য উদঘাটন করতে। লিও-র সঙ্গী হয় তার অভিভাবক হোরেস হলি যার বয়ানে লিখিত হয়েছে এই গল্প।সাথে ছিলো তাদের চাকর জব। কি হয় শেষ অব্দি?লিও কি পৌঁছাতে পারে রহস্যময় মানবীর কাছে?জানতে পারে জীবনের রহস্য?প্রতিশোধ নিতে পারে তার পূর্বপুরুষ হত্যার নাকি নিজেই প্রেমে পরে যায় সেই রহস্যময় মানবীর? জানতে হলে পড়তে হবে অসাধারণ রহস্যেঘেরা এই উপন্যাসটি। ব্যাক্তিগত মতামতঃবইটি পড়তে গিয়ে এত এত টুইস্ট, এত রহস্যের মুখোমুখি হতে হয়েছে যে, ঘুমের মধ্যেও সেই কাহিনী তাড়া করে বেড়িয়েছে বার বার।
SIMILAR BOOKS
