দি একসরসিস্ট
বইটি পিশাচ কাহিনী হলেও ভৌতিক ব্যাপার গুলো বেশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। দি একসরসিস্ট মূল লেখক পিটার ব্লেটি। আমার ভৌতিক কাহিনীর প্রতি আগ্রহ অনেক বেশি। বইটি হুমায়ূন আহমেদ অনুবাদ করেছিলেন মিসির আলী চরিত্রটি সৃষ্ঠির আগে। মিসির আলীর বইগুলোতে যেমন লজিক আর অ্যান্টি লজিকের কথা আছে, তেমন এই উপন্যাসেও কিন্তু লজিক আর অ্যান্টি লজিকের পরস্পর বিরোধিতা আছে। আমার কাছে মনে হয়েছে এই উপন্যাসে কারাস চরিত্রটি একেবারে মিসির আলীর মত করেই ভৌতিক বিষয়গুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। পাদ্রী কারাসের চরিত্রটিকে আমার খুব আকর্ষনিয় মনে হয়েছে। রেগান নামের ছোট একটি মেয়ে হঠাৎ অস্বাভাবিক আচরন করতে আরাম্ভ করে। মানসিকভাবে সে একাবারেই ভারসাম্যহীন হয়ে পড়লে রেগানের সমস্যার সমাধান জন্য পাদ্রী কারাসের দৃশ্যপটে আগমন ঘটে। লজিক আর অ্যান্টি লজিকের মধ্য দিয়ে এগোতে থাকা এক আশ্চর্য পিশাচ কাহিনী। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯