
দ্যা জার্নি (হার্ডকভার)
" দ্যা জার্নি '' একটি সাহসী মেয়ের গল্প । যার রক্তে মিশে আছে এডভেঞ্চারের নেশা । প্রকৃতি ওকে টানে আর সেই টানে মেয়েটি বেরিয়ে ে একা পথে । মেয়েটি জার্নি করতে প্রচণ্ড ভালোবাসে । আর এমনিই একটি জার্নিতে যদি মেঘালয়ের মতো সু- পুরুষ পাশে থাকে তাহলে তো সেখানে ভালোবাসা/ ভালোলাগার কোনো কিছুর কমতি থাকেনা । শুধু রোমান্স আর রোমান্স। লেখিকার ব্যাপারে কিছুই বলার নেই তবে এই টুকুই বলবো ফেসবুক জগতে আমার পড়া প্রথম গল্প মিশু আপুর । যার গল্প পড়ে যেমন হেসেছি তেমন কেঁদেছি । তবে বেশিরভাগ হেসেছি । একজন সেরা লেখিকা মিশু আপু । তার লেখা কেমন অনেকেই জানেন যারা জানেন না তাদের বলবো তার গল্প গুলো একবার পড়ে দেখুন । বইটা পড়ার ইচ্ছে নিজে থেকেই জেগে উঠবে । অনেক কিছুই শিখতে পারবেন । বইটা শুধু কয়েকটি পৃষ্ঠা নয় এর প্রতিটা শব্দে মিশে আছে আপুর ভালোবাসা । তো আর দেরি কেনো ??? যত তাড়াতাড়ি সম্ভব বইটি অর্ডার দিয়ে রাখুন যেনো হাতে পাবার সাথে সাথে পড়ে ফেলতে পারেন । আপুর জন্য সবাই দোয়া করবেন যেনো এভাবেই এগিয়ে যেতে পারে আর আমাদের সুন্দর সুন্দর বই উপহার দিতে পারে ।।
SIMILAR BOOKS
