টাইম ম্যানেজমেন্ট (পেপারব্যাক) - ইসমাইল কামদার | বইবাজার.কম

টাইম ম্যানেজমেন্ট (পেপারব্যাক)

    5 Ratings     2 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৭৩ (২৪% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২২৮





WISHLIST


Overall Ratings (2)

Sohag
15/05/2020

ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের কাজ করার একটি বড় ঘর ছিল। তাঁর কাছে থাকতঅনেক পোশাক শ্রমিক ও কারিগর। অর্থাৎ তিনিও আমাদের মতো প্রচণ্ড ব্যস্ত ছিলেন। ইবনুল মুবারক রহ.-ও একজন ব্যবসায়ী ছিলেন। আবার ফিকহ, হাদীস ও জুহদের ইমামও ছিলেন। মানুষ তাদের কাছে দুনিয়ার প্রয়োজনে যেমন আসত, তেমনি দ্বীনের কাজেও আসত। হামজা ইবনে হাবিব আজ-জাইয়্যাত রহ.। তিনি সাত কারিদের একজন ছিলেন। কুফা থেকে হালওয়ানে তেল আমদানি করতেন। ইমাম নববি রহ. তাঁর বাবাকে দোকানের কাজে সহায়তা করতেন। এই কাজ তাঁকে সে অল্প বয়সেও পবিত্র কুরআন হিফয করায় বাধা দিতে পারেনি। আমাদের পূর্ববর্তীদের সবাই মানুষ ছিলেন, যান্ত্রিক রোবট নয়। তাদের পরিবার ছিল, সন্ন্যাসীর জীবন নয়। দুনিয়াবি প্রয়োজন ছিল, পেটের ক্ষুধা ছিল, পরিবারের চাহিদা ছিল। সব-ই তারা সাধ্য মতো পূরণ করতেন। তথাপি প্রায় সকলেই হয়েছেন যুগশ্রেষ্ঠ আলিম। কেউ বলতে পারে, ‘ভাই এগুলো এ্যাক্সেপশনাল কেইস।’ কিন্তু ইসলামের ইতিহাস বলে, মুসলিমরা এরকমই কর্মমুখোর ছিল। তারা সময়ের কদর করতেন, তাই সময় তাদের নিকট কল্যাণের অজস্র বারিধারা সহ হাজির হয়েছে। তাঁরা সত্যিকারের ইলমপিয়াসু ছিলেন, ইলমের ওপর আমল করতেন, তাই ইলম তাদের উভয় জাহানে করেছে সম্মানিত। সময় ব্যবস্থাপনা স্রেফ অমুসলিমদের জন্যই না, বরং আমাদের নেককার পূর্বপুরুষদেরও জীবনের একটি অংশ ছিল। তারা সময় ব্যবস্থাপনা শিখতেন, এবং সেখাতেন। সেই লক্ষ্য থেকেই ইসমাইল কামদার কুরআন সুন্নাহর আলোকে অসাধারণ এই বইটি বই রচনা করেছেন। এতে তিনি সময় ব্যবস্থাপনা নিয়ে কার্যকরী নানান কৌশল আলোচনা করেছেন এবং রকমারি রুটিন তৈরির দ্বারা পাঠকের জন্য অত্যন্ত সহজ করে দেয়া হয়েছে। বইটি ইতিমধ্যে ইংরেজিতে বহু বছর আগেই প্রকাশিত হয়েছিল। এখন বাংলাতেও প্রকাশ পেল। বই: টাইম ম্যানেজমেন্ট (বাংলা) লেখক: ইসমাইল কামদার


Salim
30/03/2020

টাইম ম্যানেজমেন্ট,,,, সময় ব্যবস্থাপনা নিয়ে পশ্চিমারা খুবই সচেতন। তাই এই বিষয়ে গবেষণাধর্মী বইও বের হয় প্রচুর। মুসলিমরা দিনে-দিনে প্রতিযোগীতা থেকে ছিটকে পড়ছে। এই বইতে একজন মুসলিম হিসেবে কীভাবে আপনি সময় ব্যবস্থাপনা করতে পারবেন,। ব্যার্থ মানুষরা তাদের সময় কে অবহেলা করে কাটিয়েছেন বলে তারা আজকে ব্যার্থ। তাই আজকে তারা জীবিকা অর্জনে এত কষ্ট করতেছে। আপনি আপনার দৃ্ষ্টিতে একজন ব্যার্থ মানু্ষ নাম মনে করুন। এবার নিজেকে প্রশ্ন করুন উনি ওনার দিনের সময় গুলো কিভাবে কাটায়। আপনি দেখতে পাবেন ওনার সময় এর উপর ওনার কোন নিয়ন্ত্রণ নেই। প্রতিদিনই প্রচুর সময় নষ্ট করি, আর দিন শেষে হা-হুতাশ করি। পরের দিনও এভাবেই চলতে থাকে, আর প্রয়োজনীয় অনেক কাজ করার সময় হয়ে ওঠে না। তাই এই বিষয়ে একটু পড়াশুনা করছিলাম। টাইম ম্যানেজমেন্ট এমনই একটা বই,, একজন মুসলিম হিসেবে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে - স্বাস্থ্য, সম্পদ, জ্ঞান, পরিবার-পরিজন, বুদ্ধিবৃত্তি ইত্যাদির মত 'সময়'ও মহান আল্লাহতা'লার দেয়া এক প্রকার রিযিক এবং মৃত্যুর পর অন্যান্য রিযিকের মত মুসলমানগণ আল্লাহতা'লার কাছে তার সময়ের হিসেব দিতে বাধ্য। সেজন্যই আমাদের সময়কে কাজে লাগাতে হবে আল্লাহতা'লার নির্দেশ অনুসারে, সময়ের কার্যকরী ব্যবহারের ব্যর্থতা আর বারাকাহ না পাওয়া আমাদের অনেকেরই বড় সমস্যা। এর সমাধানের জন্য সর্বাগ্রে তো অবশ্যই রাব্বুল আলামিনের কাছে বারাকাহ এর জন্য দুয়া করতে হবে,সাথে আমাদের দিক থেকেও সর্বোচ্চ চেষ্টা করে গেলে আশা করা যায় আল্লাহ সহায় হবেন। সেই আমাদের দিক থেকে চেষ্টার দিকনির্দেশনা হিসেবে এই বইটি বেশ কাজের হবে বলে মনে হয়। বইটি বেশ সংক্ষিপ্ত, ১২০ পৃষ্ঠার বইটি পড়তে ২ ঘণ্টা সময় যথেষ্ট। এর মধ্যে আপনি নিজের দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং দীর্ঘমেয়াদী সময় ব্যবস্থাপনার জন্য বেশ কিছু কার্যকরী পদ্ধতি এবং অনুপ্রেরণা পেয়ে যাবেন। তাই টাইম ম্যানেজমেন্ট বইটি আপনার জীবনের খারাপ সময়টা পরিবর্তন করে ভাল কিছু বয়ে নিয়ে আসবে,,,,


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com