

টুনটুনি ও ছোটাচ্চু
বুক রিভিউ ৬ বই: টুনটুনি ও ছোটাচ্চু লেখক: মুহাম্মদ জাফর ইকবাল প্রকাশনী: পার্ল পাবলিকেশন মলাট মূল্য: ২৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৫২ . কাহিনীর শুরু হয় সাড়ে তিনতলা একটা বাড়ি থেকে। সেখানে থাকে মামা-মামী, চাচা-চাচী, খালা-খালু দাদা-দাদী সবাইকে নিয়ে টুনটুনিদের বিশাল এক যৌথ পরিবার।পরিবারের বড়দের মধ্যে সবার ছোট হলেন শাহরিয়ার আহমেদ। তিনি বাসার সব বাচ্চা সদস্যদের ছোট চাচ্চু সেখান থেকে তারা নামকে সংক্ষিপ্ত করে বনিয়েছেন ছোটাচ্চু। ছোটাচ্চু কারো কারো মামা হওয়ার পরেও সব বাচ্চারা তাকে ছোটাচ্চু বলে ডাকে। ছোটাচ্চুর পড়াশোনা শেষ।মাস্টার্স পাশ করার পর ছোটাচ্চুর চাকরী করার ইচ্ছে নেই, তাই সে খুল্লো একটি ডিটেকটিভ এজেন্সি! বাংলাদেশের প্রথম প্রাইভেট ডিটেক্টিভ এজেন্সি।ব্যপারটা কেউ সিরিয়াসলি না নিলেও টুনটুনি সিরিয়াসলি নিল এবং সে ঘোষনা করল যে সে ছোটাচ্চুর আ্যসিস্ট্যান্ট হবে। প্রথমে ছোটাচ্চু কিছুতেই রাজি হবে না, পরে দেখা গেল টুনটুনি তার তিক্ষ্ণ বুদ্ধি দিয়ে সলভ করে যাচ্ছে ছোটাচ্চুর অদ্ভুত সব কেস। . মুহাম্মদ জাফর ইকবাল সব সময় কিশোরদের জন্য অনন্য কিছু সৃষ্টি করে থাকেন।গল্পটি আমি সর্ব প্রথম কিশোর আলোতে ধারাবাহিক হিসেবে কয়েক পর্ব পড়ি। তারপর সম্পূর্ন বইটি পড়ি। আশা করিনি যে সেই আগের 'দুষ্টু ছেলের দল', 'হাত কাটা রবিন', 'মেকু কাহিনীর' বা গাব্বু মতো মজা পাবো।বইটিতে সবচেয়ে ভালো লেগেছে টুনটুনি কে।দলিল উদ্ধার করার অভিযানটা সবচে সুন্দর লেগেছে।দারুণ একটি কিশোর উপন্যাস। মন ভলো করে দেওয়ার মতো বই। # বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯
SIMILAR BOOKS
