মানুষ এক জীবনে অনেক কিছুই চায়। অনেক চাওয়াই পূরণ হয়। আবার কিছু জিনিস কখনোই পাওয়া যাবে না জেনেও চাওয়াটা ধরে রাখে। এই যে অসম্ভবের আকাক্সক্ষা বুকের ভেতরে লালন করাÑ এটিই মানুষকে এগিয়ে দেয় সৃষ্টির বেদনার দিকে। বেদনাহত মানুষ সুখ খোঁজে প্রতিনিয়ত, আশেপাশে স্বজন বন্ধু পরিচিতের কাছে কিংবা দূরে কোথাও অপরিচিত অচেনা কারো কাছেও।
আবার অপরিচিত অচেনা অনেকেও কখনো কখনো একান্ত স্বজন হয়ে যায়। মানুষের আনন্দ বেদনা মিলন বিরহ সংকটের অমিয় যাপনগুলো তুলে আনার আখ্যান এই বই।