লেখক এর সাথী তার কলম। সে কলমের শক্তির উপর নির্ভর করে এগিয়ে চলে। না বলা শত কথা সাদা কাগজে তুলে ধরে।
একজন লেখক চায় তার কথা ছড়িয়ে যাক সর্বত্র। সবাই জানুক। বোঝার চেষ্টা করুক। সত্যিকারের নায়ক হিসেবে এগিয়ে আসুক। চেতনার বিকাশ ঘটুক। যেকোন ভাবেই হোক না কেন, মানুষ যেন ন্যায়- অন্যায়ের মাঝের পার্থক্যটা বুঝতে পারে।
চলমান সময় কতটুকু সত্য?
আসুন জানি কলমের শক্তির দ্বারা।
লেখক বলেছেন- আমি যুদ্ধ দেখিনি। আমি ভাষা আন্দোলন দেখিনি; কিন্ত আজ মনে হচ্ছে এটি ২০২৪ সাল নয়, এটি ১৯৫২ সাল।’৬৯ এর প্রতিফলন ! এটি ১৯৭১ সালের অবয়ব।