১৯৯৮ সাল!
স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত সারাদেশ। প্রত্যন্ত অঞ্চলের এক সম্পদশালী কৃষক তার স্ত্রীদের নিয়ে উঁচু দ্বীপের মতো এক বাড়িতে বুক ফুলিয়ে থাকছেন। অপরদিকে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় আনিস নামের এক মাঝি জলমগ্ন ঘরে মাকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে।
একদিকে সে জলে ভাসছে অপরদিকে জোহরা নামে এক তরুণী তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। পেটে ভাত না থাকলেও হৃদয়ের ক্ষুধার কাছে সে পরাজিত হয়নি। এমনকি সমাজের নানা অপবাদও তাকে দমিয়ে রাখতে পারেনি। প্রেমিকাকে নিয়েই সে বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে। গরিব ঘরের মেয়ে, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। মেয়ের একটা ব্যবস্থা হচ্ছে তাইতো নানা কটুকথার মাঝেও খুশি তার পরিবার। কিন্তু তাতে বাদ সাধে গ্রামের সেই কৃষক জব্বর মিয়া। নিজে অনেক অপকর্ম করলেও খড়গ চালান আনিস-জোহরার ওপর দিয়ে। অবশেষে কলঙ্ক মাথায় নিয়েই তাদের ছাড়তে হয় বাপ দাদার ভিটা। একমাত্র সম্বল নৌকা নিয়ে রওনা হয় পদ্মার বুকে জেগে ওঠা এক নিঃসঙ্গ চরের দিকে। সেই চর কি তাদের ঠাঁই দেবে নাকি আরও নিঃসঙ্গ করবে তা জানে না তারা। শুধু ঢেউয়ের তালে এগিয়ে যেতে থাকে আনিসের নৌকা।
রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ বর্তমান সময়ের উদীয়মান কবিদের মধ্যে অন্যতম। ইতিমধ্যে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। তার লেখার মধ্যে ভালােবাসা, দেশপ্রেম, শিশুতােষ, মানবপ্রেম, আবেগ, অনুভূতি ও বিরহ জড়ানাে। রেদোয়ান মাসুদ ১৯৮৮ সালের ৬ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মােড়ল কান্দি গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মােঃ নুরউদ্দিন মােড়ল ও মাতার নাম জামিলা খাতুন। ২০০৬ সালে তার মা মারা যান। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে এম.বি.এ করেছেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার বাংলাকোষ’ এর প্রতিষ্ঠাতা ও সিইও, হেলথ এইড হাসপাতালের পরিচালক ও জনপ্রিয় নিউজ পাের্টাল মােড়ল নিউজ-এর বার্তা সম্পাদক ও প্রকাশক। কবিতা চর্চার পাশাপাশি তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন। ২০১৪ সালে বই মেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তার ২য় কাব্যগ্রন্থ মনে পড়ে তােমাকে’। ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘অনেক কথা ছিল বলার। তার মনে পড়ে তােমাকে’ ও ‘অনেক কথা ছিল বলার’ বই ২টি কলকাতা বইমেলায়ও প্রকাশিত হয়েছে। যা পাঠকের মাঝে ব্যাপক সাড়া জাগায়। ২০১৮ সালের বই মেলায় প্রকাশিত হয় তার ১ম উপন্যাস ‘অপেক্ষা। তার আরাে ৩ টি বই প্রকাশের অপেক্ষায় আছে। তিনি কবিতা ও উপন্যাস লেখার পাশাপাশি ইতিহাস চর্চাও করে যাচ্ছেন। ইতিহাসের উপর কয়েকটি বই প্রকাশের জন্য কাজ শুরু করেছেন। তিনি জাকজমকপূর্ণ জীবনযাপনে ততােটা আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।