কিছু চরিত্র মানুষের মনোজগতে অগ্নিশিখার মতো অনির্বাণ ও উজ্জ্বল হয়ে থাকে। যারা আমাদের স্বপ্ন ও কল্পনার ভুবন থেকে বাস্তব হয়ে উঠতে চায় রক্তমাংসের নিশ্বাসে। উপন্যাসে তাদের দেখা মেলে। তারা আমাদের সুপ্ত বাসনার নক্ষত্র জ্বেলে আলোকিত করে তোলে সমকালের তর্জনী। নানা রকম সৃষ্টিযন্ত্রণায় কাতর এমন কতকগুলো চরিত্রের স্নায়ু খুলে দেখিয়েছেন গবেষক, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক আকিমুন রহমান।
লেখক বাংলা উপন্যাসের বিবিধ বিষয়ে গবেষণা করেছেন। লিখেছেন নতুন দৃষ্টিভঙ্গি ও তত্ত্বপ্রণোদিত অসংখ্য প্রবন্ধ। প্রকাশ পেয়েছে একাধিক বই। বাংলা উপন্যাসের নায়কেরা বইটিতে সন্নিবেশিত প্রবন্ধগুচ্ছেও রয়েছে তাঁর সুচিন্তিত প্রতর্ক ও অভিমত। বাংলা ভাষার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের প্রধান চরিত্রের বিকাশ-পরিণাম বিশ্লেষণের প্রথাগত রূপান্বয় থেকে বেরিয়ে আকিমুন রহমান তাদের মিলিয়ে দেখতে চেয়েছেন বৈশ্বিক শিল্পাঙ্গিকের সঙ্গে। কখনো আলো ফেলেছেন সমাজকাঠামো ঘিরে গড়ে ওঠা ছকের বিপরীতে তাদের আত্মোন্মোচনে। ফলে শ্রীকান্ত-ইন্দ্রনাথ থেকে ত্রিলোকেশ্বর শঙ্কু আমাদের আবেগ, আগ্রহ, আকাক্সক্ষা ও অভিপ্রায়ে কেবল প্রিয় চরিত্রের ঘেরাটোপে আটকে থাকেনি, হয়ে উঠেছে সৃষ্টি ও শিল্পসম্ভাবনার আবিষ্ক্রিয়া।
বাংলা উপন্যাসের এসব গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে এমন অন্তর্খনন ইতিপূর্বে গ্রন্থবদ্ধ হয়েছে বলে আমাদের জানা নেই। আকিমুন রহমানের এই বই নিঃসন্দেহে বাংলা প্রবন্ধসাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন।