বাংলার লোকসাহিত্য নির্ভেজাল বাঙালি সংস্কৃতির ধারক। মানুষের চিন্তা চেতনা এবং দেশজ আবহের প্রতিনিধি। লোকসাহিত্য এবং লোকসংস্কৃতি আমাদের জাতীয় অস্তিত্বের, জাতীয় সংস্কৃতির মূল বুনিয়াদ রচনা করেছে। লোকসাহিত্য অঞ্চল ভেদে তার আঞ্চলিক বৈশিষ্ট্য নিয়ে ব্যঞ্জনাবহ হয়ে ওঠে। আর এই আঞ্চলিকতার কারণে এর মধ্য দিয়ে ফুটে ওঠে সেই অঞ্চলের জীবনাচরণের নানা বৈশিষ্ট্য। এরই নিরিখে খুঁজে পাওয়া যায় অঞ্চলগুলোর অতীত ঐতিহ্য। বরিশালের লোকসাহিত্য ও লোকগীতি সে দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। লোকসাহিত্যের স্রষ্টারা সাধারণত সরলমনা। তাঁরা প্রাচীন সংস্কার ও প্রথার প্রতি অনুরক্ত থাকে। লোকসাহিত্য তাই অকৃত্রিম। তাদের বিশ^াস, চিন্তাধারা, আনন্দ-বেদনা, জীবন সংগ্রাম তাদেরই স্বতঃস্ফূর্ত প্রকাশে দীপ্তময় হয়ে ওঠে।