মানবমন এক অতল রহস্যের পারাপার। প্রাচীন কাল থেকেই এই রহস্য উন্মোচনে বিজ্ঞান-জ্ঞানতত্ত্ব- ধর্মকাঠামো-শিল্পসাহিত্য-সংস্কৃতির অব্যাহত চরৈবেতি চলে আসছে, এখনো চলছে। মন নিয়ে গবেষণা ও তত্ত্বায়নেরও কমতি নেই। মানুষের জৈবিক-মানসিক বিবর্তন ও বিকাশ-পরম্পরায় সভ্যতার অগ্রগতি সাধিত হচ্ছে। মনের অনেকগুলো ফ্যাকাল্টি আছে, সেগুলোর মধ্যে বাসনা হচ্ছে অন্যতম বৃত্তি, বাসনাকে ঘিরেই জগতের জয়যাত্রা সম্মুখগামী ও অন্তহীন। বাসনা-তাড়িত-মনের ক্রিয়াকলাপ বহুমাত্রিক, বহুস্বরা এর প্রধাবনা।
বাসনা: মননে স্বরায়নে বইটি ছোটো পরিসরে ধারণ করতে চেয়েছে অন্তহীন বাসনার ক্রম, বৈচিত্র্য ও প্রকাশরূপ। এটি লিখেছেন গবেষক ও সমালোচক বেগম আকতার কামাল, তাঁর সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও গদ্যশৈলী গড়ে উঠেছে মনন ও সৃজনক্ষমতার মিথস্ক্রিয়ায়। বাসনা মানুষের মনোদৈহিক প্যারাডাইমগুলোর নিয়ন্তা। সেগুলো ভাঙাগড়ার মধ্য দিয়ে কীভাবে হয়ে ওঠে এক পরিব্যাপ্ত মানসিক জালায়ন তারই ডিসকোর্স এই বইয়ের কয়েকটি রচনাকৃতিতে মনোদর্শন ও মনোবিশ্লেষণের পরিমণ্ডলে বিধৃত। একই সঙ্গে প্রাচ্য-প্রতীচ্যের তত্ত্বাবধানকারী দার্শনিকেরা যেমন আছেন, তেমনই আছে লালন-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-শামসুর রাহমানের কারুবাসনার খোঁজখবর, তদন্ত করা হয়েছে তাঁদের টেক্সট-কবিতা-গান; কারুবাসনার অন্তর্দর্পণে প্রতিবিম্বিত হয়েছে তাঁদের মনোদর্শন ও শিল্পসত্তা।
পাঠক আরও পাবেন বাসনাকে ঘিরে লেখকের বিবেচনা, অন্তর্দৃষ্টি ও স্বকীয় লিখনশৈলী। বইটির বিষয়বিন্যাসেও রয়েছে মনোগ্রাহী সংবেদন ও পঠনপাঠনের নির্যাস। মনোদর্শন-মনোবিশ্লেষণ নিয়ে সিরিজ বই-রচনার ক্ষেত্রে বাসনা: মননে স্বরায়নে একটি বিশেষ সংযোজনা। আমরা বইটির পাঠকে সংবর্ধিত করি। এতে বিন্দুতে সিন্ধু দর্শনের বাসনা রয়েছে-এই সেই বাসনা যাকে বলা হয়েছে অপূরণযোগ্য, তবে আকাঙ্ক্ষায় শক্তিবন্ত।
বেগম আকতার কামাল
বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা। বিভাগের অধ্যাপক। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। পিতা মােহাম্মদ ইয়াকুব আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা মজিদা বেগম। বেগম আকতার কামাল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য' শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : বিষ্ণু দে-র কাব্য : পুরাণ প্রসঙ্গ, মুক্তধারা, ঢাকা, ১৯৭৭; মাহমুদা খাতুন সিদ্দিকা (জীবন ও সাহিত্যকৃতির মূল্যায়ন), বাংলা একাডেমি, ঢাকা, ১৯৮৭; বিষ্ণু দে-র কবিস্বভাব ও কাব্যরূপ, বাংলা একাডেমি, ঢাকা, ১৯৯২; আধুনিক বাংলা কবিতা ও মিথ, মাওলা ব্রাদার্স, ঢাকা, ১৯৯৯; বিশ্বযুদ্ধ জীবন ও কথাশিল্প, নিউএজ পাবলিকেশন্স, ঢাকা, ২০০০; কবিতার নান্দনিকতা : প্রাচীন ও মধ্যযুগ, প্যাপিরাস, ঢাকা, ২০০৫; কবির উপন্যাস, ঐতিহ্য, ঢাকা, ২০০৭; মহাবিদ্রোহের আখ্যানতত্ত্ব ও কথাশিল্প, ধ্রুবপদ, ঢাকা, ২০১০; কবির চেতনা চেতনার কথকতা, ধ্রুবপদ, ঢাকা, ২০১৩; রবীন্দ্রনাথ যেথায় যত আলাে, অবসর, ঢাকা, ২০১৩; শামসুর রাহমানের কবিতা : অভিজ্ঞান ও সংবেদ, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৪; জীবনানন্দ : কথার গর্বে কবিতা, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৫; রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা, কথাপ্রকাশ, ঢাকা, ২০১৭।
সম্পাদিত গ্রন্থ : বুদ্ধদেব বসু, নির্বাচিত প্রবন্ধসমগ্র,। অবসর, ঢাকা ২০১৩; বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালােচনাতত্ত্ব, অবসর, ঢাকা, ২০১৪; শ্রেষ্ঠ শামসুর রাহমান ১ম ও ২য় খণ্ড, অবসর, ঢাকা ২০১৭।