নিকট অতীত অনেক সময় বিব্রতকর, কিংবা হাস্যকর । কিন্তু দূরের বাঁশি মধুর লাগে। ভালাবাসা আমি তমার জন্যে কাঁদছি কিংবা হৃদিতার মত আখ্যানগুলা যখন লিখি, তখন বেশ শরমিন্দা ছিলাম। এখন দূরের দিকে তাকিয়ে মনে হয়, ভালাবাসার কাহিনি লেখার এই প্রয়াসগুলা মন্দ ছিল না ত। এখন কি আমি এইসব লিখতে পারব! কী জানি। এই বইগুলার প্রতিটা কাহিনি এখন আমার কাছে দূরাগত বাঁশির সুরের মতই মধুর বলে মনে হচ্ছে।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।