একটি মুমূর্ষু কবিতাকে নিয়ে পড়েছি
আরও উপাদেয় সুর শব্দ উৎপ্রেক্ষা চিত্রকল্প চাই।
কিঞ্চিৎ জোছনার ছন্দ দাওনা চাঁদ; চাঁদকে বললাম
শুনলে বিশ্বাস করবে বিনিময়ে চাইল কী সে?
ছন্দ পেতে চাঁদকেও ঘুষ দিতে হবে।
আশায় বুকটি বেঁধে পাহাড়কে বললাম
বিশালতা দিয়ে তোমার কবিতা আমার সমৃদ্ধ করোনা ভাই;
রাজি হলো সে, বিনিময়ে তেমন ঘুষ তাকে দেয়া গেলে।
এবার অরণ্যের কাছে যাই, কিছু চিত্রকল্প চাই;
চুরি আর মিথ্যের আশ্বাস না পেয়ে সে আমায় ফিরিয়ে দিল।
মেঘেদের গায়ে খেয়ালে হারিয়ে যাওয়া
রোদের রুপোরশর পড়েছে দেখে
তার কাছে কিছু উপমা চাইলাম, ফিরিয়ে দিল সেও ;
অস্ত্র চালাতে পারি কিনা জানতে চেয়েছিল সে আমার কাছে।
নদীর কাছে গেলাম, চাইলাম কবিতার সুর। বললো সে,
ওহে ইকবাল গালিব ওমর খৈয়াম বিনিময়ে মানুষেরে
পারবে কি দিতে কোরবাণী? আমি যে ফোরাতের উত্তরসূরি।
সবশেষে একজন মানুষেরই দরজায়এলাম যখন
কবিতার শব্দ চাইতেই নড়েচড়ে বসল চেয়ারে, শব্দ দেবে
বিনিময়ে শয্যা সুখ, বিশ কি আঠারোর একটি যুবতী মেয়ে।
আমার কবিতা, তোমার কাশিতেকি রক্ত?
কবিতা আমার তোমাকে কি যক্ষ্মায় ধরেছে?