তিরিশ বছর রাখোনি খবর তাতে কি
তোমাকে রেখেছি প্রতিক্ষণ হৃদয়ে আমার।
তোমার হাত ধরে কতদিন হেটেছি বিশ্ববিদ্যালয়ের
উন্মুক্ত প্রাঙ্গণে অথবা ঝাউতলার পথে।
কতদিন হেঁটেছি কক্সবাজার সমুদ্র সৈকতে
মসৃন বালি কণায় নগ্ন নরম পায়ের মিতালি।
অতঃপর
তোমাকে দেখেছি ঢাকার উত্তরায় চার তলার ছাদে
নীল শাড়ি পরে বসে আছো আমার প্রতীক্ষায়।
কলকাতার পার্কস্ট্রিটের বর্ণালী রেস্তোরাঁয় একসাথে
কতদিন কোল্ড কফি করেছি পান
সত্যিই হে প্রিয়তমা তোমার অবর্তমানে তুমি
আরো প্রিয়দর্শিনী, আরো বেশী অম্লান।
ফুল ও পাখীরা জানে বসন্ত- ব্যাকরণ
তাই পাতায় পাতায় ফুলে ফুলে নিত্য জাগে
তোমার আগমনী সঙ্গীত।
এই তো গতকাল এয়ারপোর্টের লাউঞ্জে
দেখা হলো তোমার সাথে
হাত ধরে বললে থাকোনা আর কিছুক্ষণ
তোমার চোখের ভাষায় কি প্রণয়-আকুতি!
তোমাকে রেখেছি প্রতিক্ষণ অতৃপ্ত মানসে
তুমি ছাড়া তুমি আরো হৃদয়-মোহিনী
তোমাকে ভুলিনি আজো।।
মুহিবুর রহমান কিরণ
Overall Ratings (0)