কবি আবুল কালাম তালুকদার একজন কবি। তাঁর কবিতাচর্চা দীর্ঘদিনের। চব্বিশে ‘কবিলাবলি’ শিরোনামে প্রথম কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। ‘হও কাশফুলের মতো’ তাঁর দ্বিতীয় কবিতার বই। এ-গ্রন্থের কবিতাগুলো মন দিয়ে পাঠ করেছি। প্রকৃতির মতো সুন্দর কথামালায় সাজানো কবিতা। শব্দের মসৃণ ও লাবণ্যময় সহজিয়া উচ্ছ¦াসে কবিতার পথরেখা অঙ্কিত হয়েছে। ভাবের বিভায় বিমূর্ত শব্দের উপমায় উপযুক্ত বিষয় নিয়ে কবি ভাবের জগতে বিচরণ করেছেন। বাংলার ঋতুবৈচিত্র্যের অমলিন চিত্রকে ধারণ করে প্রকৃতির রূপ-লাবণ্য নির্মাণ করতে পেরেছেন। কবিতাগুলো সাবলীল। সুন্দর সুন্দর শব্দের সমিষ্টি। অতিকথনের কোনও অস্তিত্ব নেই। ভালো লাগার মতো অনেক কবিতা আছে এ-গ্রন্থে। ‘বর্ষায় ভিজে যায় মেঘের দুপুর/ কাশফুলের যৌবন সময়/বর্ষার সুসময়ে শুকায়নি পথের শরীর’— চরণগুলো লক্ষ্য করলে দেখা যায় বর্ষার কী সুন্দর রূপায়ন। ‘দূরের মেঘের মতোন কাছে আসে প্রেম’ চরণে দেখা যায় উপমার চমৎকার ব্যবহার। ‘ রমনীয় বৃষ্টিতে ভরে যায় নদী’— বৃষ্টিকে রমণীয় ভাবে উপস্থাপন সুন্দর ভাব-কল্পনার প্রমাণ। এভাবে প্রায় সব-কবিতায় কবি কবিতার শরীর নির্মাণ করেছেন। কবিতা যেমন হওয়া প্রয়োজন আবুল কালাম তালুকদার তেমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমাদের সুখের পৃথিবী, সাধ ছিলো, অবহেলা, সময়ের সাতকাহন, মিশে যাক ভালো না লাগা, পরকালের পথে হবে বিরাট বাঁধা, শূন্য বুকে আসেনা সুখ, বসন্তে আঁকি আমাদের প্রেম ইত্যাদি কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।
আবুল কালাম তালুকদার
আবুল কালাম তালুকদার কবি আবুল কালাম তালুকদার, বর্তমানে একটি এনজিও প্রতিষ্ঠানে ব্রাঞ্চম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ১৯৯৬ সালে যখন অষ্টম শ্রেণির ছাত্র তখন থেকেই তার কবিতার হাতেখড়ি। নিয়মিত লিখছেন জাতীয়, আন্তর্জাতিক, দেশ ও দেশের বাহিরে বিভিন্ন পত্রিকায়। কলেজে পড়া অবস্থায় যৌথ সম্পাদনা করেছেন 'তোমার অপেক্ষায়' ও 'স্বাধীনতার উচ্ছ্বাস'। 'কবিতাবলি' এটা তার প্রথম ও একক কাব্যগ্রন্থ'। জন্ম ও শিক্ষাজীবন : আবুল কালাম তালুকদার ১৯৮৩ সালের ১ নভেম্বর ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. মিরাশ উদ্দিন তালুকদার ও মা মোছা. আমিনা খাতুন। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়, বর্তমানে দুই সন্তানের জনক। আবুল কালাম তালুকদার তাদের স্থানীয় মূলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাইমারি ও কাকুরা কামিল মাদ্রাসা হতে কৃতিত্বের সহিত দাখিল ও আলিম পাশ করেন। পরে সিলেটের দক্ষিণ সুরমা কলেজ হতে বিএ পাশ করার পর সিলেটের আইন মহা-বিদ্যালয়ের পাঠ শেষ না করেই শুভ পরিণয়ে আবদ্ধ হয়ে চাকুরি জীবন শুরু করেন। আবুল কালাম তালুকদার পিতা: মো. মিরাশ উদ্দিন তালুকদার গ্রাম: ধারাকান্দি, ডাকঘর : বাট্টাবাটপাড়া থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ।