মূল নাম : মুহাম্মদ বিন্ মুহম্মদ। কুনিয়াত : আবু হামিদ। উপাধি : হুজ্জাতুল ইসলাম’ (ইসলামের প্রমাণ) ও যাইনুদ্দীন’ (ধর্মের সৌন্দর্য); ওরফে : গাজ্জালী। ইমাম গাজ্জালী রহ. সেলজুকী শাসনের প্রতিষ্ঠাতা ও বাগদাদ-বিজয়ী তুগরিল বেগের সময়ে খােরাসানে অবস্থিত তৃস জেলার অন্তর্গত বিখ্যাত শহর তাবরানে কবি ফেরদৌসি তৃসীর মৃত্যুর ১০০ বছর পর ৪৫০ হিজরি মােতাবেক ১০৫৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা মুহম্মদ দুর্ভাগ্যক্রমে শিক্ষালাভের সুযােগ পান নি। মৃত্যুকালে তিনি ইমাম গাজ্জালী ও তার ছােটো ভাই আহমদ গাজ্জালীকে তার এক বন্ধুর হাতে কিছু অর্থসহ তুলে দেন এবং এ মর্মে অনুরােধ করেন, আমার মূর্খতার প্রায়শ্চিত্ত স্বরূপ আপনি এদের শিক্ষা দানের ব্যবস্থা করবেন। ইমাম জওযী ইমাম গাজ্জালী রহ.-এর ছােটো ভাই আহমদ গাজ্জালীর বরাত দিয়ে বলেন, সােমবার ইমাম সাহেব ভােরবেলা ঘুম থেকে ওঠেন। তারপর ওযু করে নামাজ পড়েন। অতঃপর কাফন আনিয়ে নেন এবং তা চোখের উপর বুলিয়ে বললেন, ‘প্রভুর আদেশ শিরােধার্য।' এই বলে তিনি পা মেলে শুয়ে পড়লেন। সকলে দেখলেন, তার প্রাণ বায়ু উড়ে গেছে।'
অধ্যাপক ওলিউর রহমান
মাতা : রাবেয়া খাতুন
পিতা : ইসমাইল হােসেন বিশ্বাস ।
জন্ম : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে।
পড়াশােনা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস অনার্স এবং এমএসএস ডিগ্রি অর্জন করেছেন কৃতিত্বের সাথে । পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে ।