চিঠি... সাহিত্যের বড় একটি অংশজুড়ে রয়েছে। বর্তমান প্রজন্মের কাছে চিঠির গুরম্নত্ব হারিয়ে যেতে বসেছে। ঐতিহাসিকভাবে চিঠির প্রচলন ছিলো প্রাচীন ভারত, মিশর, রোম এবং চীনে এখনও চলমান।
চিঠি শব্দটি ছোট হলেও যোগাযোগের এই মাধ্যমটি আমাদের অতি প্রিয়, যার ভেতরে লুকিয়ে থাকে বিচিত্র অনুভব। কখনও এই অনুভব বিষাদের কখনও আবার আনন্দের। দুঃখজনক হলেও সত্যি চিঠি লেখার সেই সময়টি এখন প্রায় বিলুপ্তির পথে। মনে পড়ে যায় সেই রানারের ছুটে চলা, ডাকপিওনের সাইকেলের সেই টুংটাং।
আজকাল মনে হয় একটা সময় আসবে চিঠি থরে থরে সাজানো থাকবে যাদুঘরের অন্যান্য সামগ্রীর পাশে।
তবুও আশার কথা এই যে, এখনও কিছু চিঠি প্রেমিক লিখছেন চিঠি। তারা চাইছেন চিঠি বেঁচে থাকুক। সেই লেখকদের প্রেরণায় আমার এই চেষ্টা। চিঠি সমগ্র প্রথম খ-ে ঐতিহাসিক চিঠি, বিখ্যাত কিছু চিঠি সহ এ প্রজন্মের লেখকদের প্রায় তিনশত চিঠি থাকছে।
আশাকরি আপনাদের ভালো লাগবে।