কবিতা আমার ভালোবাসা। অমূল্যপ্রেম। অন্তরাত্মার প্রশান্তির অনুরূপ। কবিতাকে অবহেলা করা মানে মায়ের আদর থেকে বঞ্চিত হওয়া। কবিতায় দীর্ঘ পথচলা আমার। আমার ভাবনার সাথে মিশে আছে শব্দদ্যোতনা। নতুনপাতা জন্মানোর সুখে নতুন শব্দের খোঁজে আমার ভাব-সাধনা। একটা কবিতার জন্ম হলে অলৌকিকভাবে দূর হয়ে যায় আমার সকল হতাশা। শান্তি পাই। জীবনে শান্তি এলে বিত্ত-বৈভবের উচ্চকামনা নিমিষেই উধাও হয়ে যায়। এটাই সাহিত্যের পরম পুরস্কার।
কবিতা নিয়ে আমার অনেক নিরীক্ষা আছে। দেশের কবিতাচর্চার মূর্ত-বাতায়নে দৃষ্টি রেখে আমার কবিতার শরীরে রং দিয়েছি। নিজেকে নিজেই ভেঙেছি বহুবার। ভাষা ও ভাবের রূপ বদল করেছি। প্রকাশিত গ্রন্থগুলো পাঠ করলে তার প্রমাণ পাওয়া যাবে। আমার নিজস্বতা আমার শব্দ-চয়ণে আমার আঙ্গিকে। আমার ভাবনার নতুনত্বে। আমি প্রথাবিরুদ্ধ নই কিন্তু প্রথার ভেতরে কীভাবে প্রথা ভাঙতে হয় তার-ই একটা রূপকল্প তৈরির চেষ্টা করেছি। আদিপ্রথাকে আধুনিক ভাবকল্পে প্রকৃতির মিশেলে আবহমানধারাকে নবরূপে সাজাতে ভালোবাসি। তাই আমি মুক্তছন্দ কিংবা গদ্যছন্দের বেহিসেবী শব্দ-বন্ধনকে এড়িয়ে ছন্দের একটা নবরূপ দিতে সদাতৎপর। আমার কবিতা পাঠককে জীবন-সাধনার সন্ধান দেবে। বারংবার পাঠ করে কবিতার নির্যাসরস আস্বাদন করতে হবে। অলঙ্কার শাস্ত্রের নিয়ম মেনে উপমা-উৎপ্রেক্ষা চিত্রকল্পের ঔচিত্য-ব্যবহারে আমার কবিতা কিছুটা দুর্বোধ্য মনে হলেও সচেতন পাঠক ভাব-বিনিময়ে পুলকিত হবেন। আমার বিশ্বাস।
‘জখম-সমগ্র’ আমার ষষ্ঠ কবিতার বই। মোট গ্রন্থের অষ্টম-সন্তান। কবিতার কর্মী হিশেবে আমার সাহিত্য-জীবন নিয়ে আমি হতাশ নই। আমার চারপাশের গণসুন্দর মানুষেরা আমাকে প্রাণিত করছে কারণে-অকারণে। পরমাত্মীয়ের মতো আমার লেখা সানন্দে সাগ্রহে গ্রহণ করেছেন। নিকট-অতীতে আমার মানুষেরা যেভাবে অন্তর দিয়ে ভালোবেসে নির্মোহ সুন্দরে আমাকে গ্রহণ করেছেন তা আজীবন নদীর স্রোতের মতো অব্যাহত থাকবে।
‘জখম-সমগ্র’ গ্রন্থের কবিতাগুলো বিভিন্ন সময়ে লেখা। নানান রসের মিশ্রণ। স্রষ্টাপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম ইত্যাদি ভাবে সিক্ত কবিতামালা। আছে রাজনীতির শ্লেষাত্মক প্রাসঙ্গিক বর্তমান। আছে করোনাকালে লেখা মানবমনের গভীর যন্ত্রণা। জাদুবাস্তব-কবিতা বলা যায় বিরল-কবিতার সংযোজন। ‘জখম-সমগ্র’ গ্রন্থের কবিতাগুলো পড়লে মনে হবে এটি একটি ভাবনা-প্যাকেজ গ্রন্থ।
বাংলাদেশ আমার জন্মভূমি। আমার রাষ্ট্রভূমি। আমার স্বপ্নভূমি। দেশের প্রতি অগাধ ভালোবাসা প্রত্যেক নাগরিকের নিত্যকর্ম। দেশকে নিয়ে প্রত্যেকেই ভাবে। ভাবা উচিত। আমিও ভাবি। আর আমার ভাবনার বিকাশ কবিতা। দেশের ওপর অনেক ঝড় গেছে। সেই ঝড়ে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত হয়েছে আমার কবিতার শরীর। কীভাবে বিক্ষত হয়েছে কবিতার মন সেই ক্ষতের কাব্যরূপ ‘জখম-সমগ্র’।