ই. এ নাইট কাশ্মীরের নাম দিয়েছিলেন-“হোয়ার থ্রি এমপায়ারস মীট্” অর্থাৎ তিন সাম্রাজ্যের মিলনস্থল। কাশ্মীর আজ বিশ্বের চোখে তার চেয়েও গুরুতর স্থান। কাশ্মীর নিয়ে দিকে দিকে এমন আগ্রহ, কারণ, তিন সাম্রাজ্যের মিলনস্থল কাশ্মীরের চারদিক ঘিরে পাঁচ-পাঁচটি দেশ। দক্ষিণে পাঞ্জাব তথা ভারত এবং পাকিস্তান, পশ্চিমে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ এবং আফগানিস্তান, উত্তরে পামির মালভ‚মি, চীন এবং রুশ তুর্কিস্তান, পূর্বে তিব্বত তথা আবার চীন। কাশ্মীর নিয়ে বিশ্ব ভাবিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না! ব্রিটেন বা আমেরিকার অবশ্য কাশ্মীরের সঙ্গে ভৌগোলিক যোগ নেই। কিন্তু রাশিয়া এবং চীনের অবস্থিতির ফলে তারাও কাশ্মীর উপলক্ষ্যে অন্যতম মনোযোগী দেশ। কাশ্মীর পাকিস্তানের হাতে তুলে দিতে পারলে, কিংবা একান্তই যদি তা না পারা যায় তবে কাশ্মীরকে “স্বাধীন” রাখতে পারলে তাদের বড়োই সুবিধা! কাশ্মীর নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটিকে। যা কাশ্মীর নিয়ে উৎসাহী পাঠকবৃন্দের খোরাক যোগাবে।