

করাচি
বইঃকরাচি বাস্টার্ড।বাবার নাম জানা নেই বলেই তার নাম বাস্টার্ড।একজন খুনি।মানে সিরিয়াল কিলার।অর্থের বিনিময়ে মানুষ খুন করা তার পেশা।তবে এক্ষেত্রে নীতি রেখে কাজ করে সে।এমন কিছু মানুষের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে যাদের ঠিক মানুষ বলা চলেনা।এবার হত্যার বদলা নেবার কাজ পড়েছে তার।তাও তিন যুগ আগের খুন।কাজের টান এ তাকে যেতে হয় করাচি।ক্লায়েন্ট বলেছেন খুব সোজা কাজ, ঠিকানা খুজে শেষ করে দেয়া।কিন্তু প্রফেশনাল কিলার বাবলু বুঝতে পারে কাজটা ততটা সোজা নয়।অন্য দেশের রাস্তা-ঘাট,কিছুই চেনা না।তার উপর ফায়ারআর্মস বহন করে নিয়ে যাওয়া খুব কঠিন।সব ব্যাবস্থা করে নেয় সে।সৌভাগ্যবশত হয়ত, আইনাত এর সাথে তার সখ্যতা হয়।আইনাত তার টার্গেটের মেয়ে।কিন্তু হটাৎ নিরাপত্তা জোড়দার করা হয়।কঠিন হয়ে যায় বাবলুর কাজ।
SIMILAR BOOKS
