কুরবানি অথবা কার্নিভ্যাল-- গুরুচণ্ডালি থেকে প্রকাশিত একটি রাজনৈতিক থ্রিলার, যার বিষয়বস্তু হল ছাত্ররাজনীতি। দক্ষিণ কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, তার প্রেম, অবিশ্বাস, সন্দেহ, ভালবাসা নিয়ে লেখা উপন্যাস, বামপন্থী ছাত্ররাজনীতির আলো-অন্ধকারময় ইতিবৃত্ত নিয়ে উপন্যাস, 'কুরবানি অথবা কার্নিভ্যাল'। সমস্ত পরিণতির সম্ভাবনাগুলোকে গুপ্তঘাতকের ছুরির মত সযত্নে নিজের আস্তিনে লুকিয়ে রেখে কোন রাস্তায় হাঁটবে ছাত্র রাজনীতি? কুরবানির? নাকি কার্নিভ্যালের?