অধিক আনন্দের গুয়ামুড়ি হাসি, যশ, আধিপত্য
কারো থাকে না বারোমাস
ভবের সংসারে
দু-দিনের এ দুনিয়া
কেন এতো রেষারেষি, কেন এতো হানাহানি
করছে ভাইয়ে ভাইয়ে খুনাখুনি
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত
করেই যাচ্ছে মানুষরূপী নরপিশাচ
লেজুড়বৃত্তি,
কামড়াকামড়ি, ছলচাতুরী কিংবা নয়ছয়
হঠাৎ তোমার দম ফুরাইলে কী হবে?
মানুষ একটি ফুলগাছ
মানুষের জীবন অনিন্দ্য সুন্দর
আশরাফুল মাখলুকাত।
সত্য সুন্দর চিরন্তন, একতাবদ্ধ জীবন
অথচ মানুষের প্রতি মানুষের আজ—
সম্প্রীতি
আত্মবিশ্বাস
স্নেহার্দ্রতা
খুব বেশি প্রয়োজন, খুব।
মালেক সানি
Overall Ratings (0)