বদলযোগ্য পৃথিবীতে একমাত্র তুমিই অমলিন- পদ্য লিখেছিলাম বহুদিন আগে। আদতে কেউ কি অমলিন থাকে? প্রতিনিয়ত মানুষ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। পরিবর্তিত সময়ে বদলে যায় অনেক কিছুই। তবুও তো মানুষ স্বপ্ন দেখে। স্বপ্নের দুয়ারে প্রতিদিন কড়া নাড়ে কত কত দৃশ্যপট। কিছুটা তার স্মৃতি হয়ে যায় চিরদিনের। বাকিটা হারায়- সময়ের অতলে।
মানুষ স্বপ্ন দেখুক। স্বপ্নে বাঁচুক। ছন্দিত স্বপ্নিল জীবন পাক বন্ধু স্বজন শত্রু মিত্র, সবাই।
খান মুহাম্মদ রুমেল
Overall Ratings (0)