ছোটদের রঙিন গল্পের বই- নানার সাথে মাছ ধরা । ছোটকালে নানার সাথে দাদার সাথে সবাই ঘুরে বেড়ায়। এমন নানান স্মৃতি সবারই থাকে। যারা শহরে জন্মেছে তারা অবশ্য অনেকেই গ্রামের মেঠোপথে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা পায়নি কিংবা পুকুরে, খালে মাছ ধরার অভিজ্ঞতাও নেই। এই বইটি ছোটদের জন্য বেশ আকর্ষণীয় হবে কারণ একটি ছেলে নানার সাথে মাছ ধরতে যাওয়ার অভিজ্ঞতা ও আনন্দ অনুভব করতে পারবে। মাছ ধরার সাথে সাথে মেঠোপথে হেঁটে যাওয়ার অনেক গল্পও পাবে এখানে। আরও পাবে প্রকৃতির নির্মল চিত্রের কিছু বর্ণনা। অভিভাবকগণ নিশ্চিন্তে শিশুকিশোরদের হাতে তুলে দিতে পারেন বইটি।