গল্পের ভেতর দিয়ে মানুষ শুধু নিজেকেই আবিষ্কার করে। গল্পকাররা মূলত এক একজন অন্ধ তীরন্দাজ। বক্ষ্যমান গল্পের বইয়ে গাল্পিক নিজের অভিজ্ঞতার ভেতর প্রবেশে কেবলই এক স্মৃতির চিহ্নায়নে প্রকাশ করেছেন নিজেরই কথা। ফলে এই ছোটোগল্পগুলি হয়েছে বিত্তবান। দীক্ষিত পাঠক এখানে অবশ্যই নিজেকে খুজে পাবেন।