এখনাে প্রেমের টানে উদ্বাস্তু পথের ঘাসে মেলে রাখি সমগ্র জীবন এখনাে শিকড় চিনি জরাজীর্ণ জরায়ুতে জ্বণ হয়ে থাকি। নিষিদ্ধ সমুদ্র এসে অবগাহনের ধ্বনি তােলে ভেতরে প্রাণের স্তুতিবাদ। কত কথা জমা আছে এখনাে সেখানে বলার অযােগ্য নয়। তবু সেই মৃত কথা বাঁচানাে কঠিন। লিখতে পারি না জানি উপেক্ষার হতে পারে বলে।।