জানি না পৃথিবীর ধ্বংসের সাথে আমার ধ্বংস নিশ্চিত কিনা!
নিশ্চয় আমি এই পৃথিবীর কেউ না কিংবা পৃথিবীর মানুষের কেউ না।
যে পথ আমার নিজের সৃষ্টি তা ধ্বংস করবে আমি ছাড়া আর কোন ঈশ্বর?
তবে কি মহাপ্রলয় শেষেও থেকে যাবে আমার অস্তিত্ব এই ধ্বংসস্তুপের অনেক নিচে?
আমাকে ভেবে নাও সেই দেবদূত যে কিনা নিয়ন্ত্রণ করবে তোমাদের চেতনা শক্তি
এবং মেনে নাও আমার কবিতার মহামারীতেই ধ্বংস হবে তোমাদের এই পৃথিবী।