মহানরকের কবি হাশিম কিয়াম এখন বাংলা কাব্যের এক পরিচিত কবি। মননে আঙ্গিকে তিনি অত্যাধুনিক, কখনও বা অনাগ্রহী, প্রতিষ্ঠাবিমুখ, উত্তরাধুনিক; যদিও যন্ত্রণা, বিষাদ ও মানবভাগ্যের নিগূঢ় দুঃখময়তায় মগ্নচেতন, তবু অবিচলিত শৈল্পিক ইতিবাচকতায় তিনি সিদ্ধ এবং স্থিতধী। মিথ, ইতিহাস চেতনা ঐতিহ্যবোধ এবং মানব উত্তরাধিকারের ভার বইতে গিয়ে ক্লান্ত কবি এই কবিতা সংকলনের কবিতাগুলোতে এসে এক ঋদ্ধতর নবমাত্রিকতায় প্রবেশ করেছেন। পাটক্ষেতের মধ্যে ধর্ষিত কচি কিশোরীর অনিবার্য আত্মহত্যার ব্যঞ্জনাঋদ্ধ নাম কবিতায় দেখছি জিউসের আধিপত্যবাদী পুরুষতান্ত্রিকতাকে প্রতিহত করতে কবর থেকে পিতার পুনরুত্থানের চিত্রময় অভিঘাত যেন সমকালীন সংগ্রামের সাহসিকতাকে ধারণ করতে চেয়েছে। অবশ্য সংকলনের সর্বত্র তারুণ্যের অপমৃত্যু যেন সদ্য খনন করা কাঁচা মাটি ছড়িয়ে দিয়েছে।