
পরকালের প্রস্তুতি (পেপারব্যাক)
বই: পরকালের প্রস্তুতি,,, আমরা প্রতিটি মানুষ সফলতা খুজি। কিন্তু ভুল করে সেটা পার্থিব জীবনের আরাম আয়েশ খুজি। তাই সবাই দুনিয়ার শান্তির জন্য যত প্রচেষ্টা চালাই। কিন্তু এয়াতা তো ক্ষনস্থায়ী! চিরস্থায়ী জীবন তো পরকালে। পরকাল নিয়ে কি ভাবনা আছে আমাদের?? তাই দুনিয়ায় যতদিন থাকি পরকালের প্রস্তুতি নিতে হবে। হে দুনিয়ার মোহে আচ্ছন্ন মানুষ, এবার একটু ক্ষান্ত হও। তোমার দুনিয়ার পুঁজি তো দিনদিনই সমৃদ্ধ হচ্ছে। কিন্তু পরকালের পুঁজির খবর কী? তা কি বরাবরই উপেক্ষিত থাকবে? আে কত সময় নষ্ট করবে পার্থিব ভোগবিলাসের পেছনে? তবে কখন তোমার সময় হবে পরকালের প্রস্তুতি গ্রহণের!? জ্ঞান ও আমলের সমন্বয়ে মুমিন জীবন গড়ে তুলতে হবে। এটাই পরকালীন প্রস্তুতির সর্বোৎকৃষ্ট পন্থা। আমল ব্যতীত জ্ঞান আড়ষ্ট, মুল্যহীন ও অনুর্বর। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,"আল্লাহর কাছে ঐ আমলই অধিক প্রিয় যা নিয়মিত করা হয়।" এ জীবন কিছু সময়ের জন্য, যে জীবনের শেষ নাই সে জীবনের গুরুত্ব আমরা কেন দিচ্ছি না কি করেছি সে জীবনের জন্য। সে জীবনের প্রস্তুতি কি আমাদের আমরা কি জানি তাই পরকালের প্রস্তুতি সম্পর্কে জানতে বই আমার আপনার সবার দরকার
"পরকালের প্রস্তুতি" বইটি অনেক ভালো আর উপকারী একটি বই। বইটি আকারে ছোট হলেও আমাদের পরকালের সফলতার জন্য পাথেয় সংগ্রহ করে নিতে অসামান্য অবদান রাখবে। আল্লাহ সুবহানুতায়ালা আমাদেরকে মৃত্যু দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন আর আমরা সবাই বেচে থাকার ফিকির করতেছি সব কিছু বুঝেও না বোঝার ভান করে জীবনটা উপভোগ করার পিছোনে লেগে আছি। এ জীবন ক্ষনস্থায়ী। কিন্তু এরপর যে জীবন রয়েছে তার কোন সীমা বা পরিসীমা নেই, যা এক চিরস্থায়ী জীবন। এজন্য একজন মুমিন বান্দার কাছে দুনিয়ার চেয়ে পরকালের পস্তুতিই মূখ্য। যারা এই পার্থিব জীবনকে পরকালের পস্তুতিসরুপ কাজে লাগাতে পারবে কেবল তাদেত জন্যই রয়েছে পরকালের মুক্তি ও উত্তম পুরুস্কার তাই আমার মতে সকলের এই বইটা পড়া উচিৎ। এই বইটা পড়লে দুনিয়াতেও শান্তি আর পরকালেও মুক্তির পথ পাওয়া যাবে।
SIMILAR BOOKS
