বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী সায়মা নিখোঁজ। সায়মাকে খুঁজে বের করতে হবে। কিন্তু প্রভাবশালী মাহমুদ সাহেব চান না মেয়ের এই নিখোঁজের খবর প্রশাসন বা পত্রিকার কেউ জানুক। মাহমুদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু ওসি সদরুল আমিনের পরামর্শ নিলেন।
তিনি মাহমুদ সাহেবকে আশ্বস্ত করলেন কেউ জানবে না। সায়মাকে খুঁজে বের করার দায়িত্ব দিলেন অরূপকে। অরূপ একজন সাংবাদিক। কিন্তু সেই খোলস বদলে তাকে হয়ে যেতে হলো গোয়েন্দা। এভাবেই অরূপের পেশা বদলাতে থাকে, সেটা বদলাতে থাক কিন্তু সায়মাকে কি খুঁজে পাওয়া গেল?