আল্লাহর প্রিয় বান্দারা, জেনে রাখুন—এই কুরআন এমন এক আলোকবর্তিকা, যা শয়তানের চক্রান্ত ও ওয়াসওয়াসাকে প্রতিহত করে, ঠিক যেমন প্রভাতের সূর্য অন্ধকারকে ছিন্ন করে দেয়। পৃথিবীর বুকে নাজিল হওয়া সবচেয়ে উপকারী ও কল্যাণকর গ্রন্থ হলো আল কুরআন। এতে রয়েছে হিদায়াত, রহমত ও চিরন্তন শিক্ষা—যা মানবজাতিকে পৌঁছে দেয় সত্য ও মিথ্যার স্পষ্ট সীমারেখায়।
এই মহাগ্রন্থের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে যারা নিজেদের জীবনকে আলোকিত করেছেন, যারা কুরআনকে করেছেন চিন্তা, চর্চা ও আমলের কেন্দ্রবিন্দু—তাদের সেই সাধনার চিত্রই এই বইয়ে উপস্থাপন করা হয়েছে—যেখানে কুরআন তেলাওয়াত, হিফজ, তাদাব্বুর, আমল ও গভীর চিন্তা চর্চা—সবই কুরআন সাধনার অংশ হিসেবে এসেছে।
এই বই কুরআন প্রেমী হৃদয়কে উদ্বুদ্ধ করবে; আল্লাহর কালামের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রেরণা জোগাবে, ইনশাআল্লাহ।