ইকবাল তাজওলী লিখছেন। গল্প লিখছেন। দীর্ঘদিন না হলেও একরকম বলা যায় দীর্ঘদিন থেকেই তিনি এই কাজটি মনোযোগের সঙ্গেই করে যাচ্ছেন। কী লিখছেন, কী রকম গল্প লিখছেন, শেষবিচারে তা তাঁর পাঠকই মূল্যায়ন করবেন! তবে একটি কথা নিঃসন্দেহে বলা যায়, এই সময়ে তিনি একটি নিজস্ব বলার ভঙ্গি দাঁড় করিয়ে নিয়েছেন তাঁর গদ্যে! এটি একটি বড় অর্জন যে কোনো গদ্যলেখকের জন্যে। এখন তাঁর সম্মুখে এগিয়ে যাওয়ার পালা।
পাঠকের নিশ্চয়ই জানা আছে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, আরো সহজ করে বললে সিলেট অঞ্চলের মাটি, মানুষ, ভাষা তাঁর গল্পে ফুঁটে উঠে পরম মমতায়- পরম ভালোবাসায়।