নিধী নিজেকে সুপার প্র্যাক্টিক্যাল মেয়ে হিসেবে গণ্য করে। তার চোখে প্রেম ভালোবাসা মানে ন্যাকামি। তার মনে হয় যারা প্রেম করে তারা এক বস্তা মিথ্যার নথি নিয়ে বসে থাকে। সেই নিধীর প্রেমে পড়েছে এক অদৃশ্য মানব। যাকে নিধী দেখেনি কোন দিন। কিন্তু তার উপস্থিতি নিধীর জীবনে স্পষ্ট। নিধী কি সেই অদৃশ্য মানবের দেখা পাবে? সে কি তার প্রেমে পড়বে? না কি অদৃশ্য মানব নিধীর জীবনে অদৃশ্যই রয়ে য়াবে। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে রচিত উপন্যাস-